TRENDING:

এক ইঞ্চি কাজও ছাড়ব না! আসানসোল থেকে প্রার্থী হয়ে কী বললেন সায়নী

Last Updated:

প্রার্থী তালিকা ঘোষণার পরেই সায়নী জানান তিনি খুবই খুশি এবং উত্তেজিত এত কম বয়সে এই সুযোগ পেয়ে। এছাড়া মানুষের পাশে থেকে কাজ করবেন সেই ব্যাপারেও স্পষ্ট জানিয়েছেন সায়নী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আসানসোল থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন অভিনেত্রী সায়নী ঘোষ। প্রার্থী তালিকা ঘোষণার পরেই সায়নী জানান তিনি খুবই খুশি এবং উত্তেজিত এত কম বয়সে এই সুযোগ পেয়ে। এছাড়া মানুষের পাশে থেকে কাজ করবেন সেই ব্যাপারেও স্পষ্ট জানিয়েছেন সায়নী।
advertisement

নিউজ ১৮ বাংলাকে সায়নী বলছেন, "আমি খুব খুশি। দিদি আমার উপরে ভরসা করেছেন এবং আমি সেই মতোই কাজ করব। আসানসোল কলকাতার মতোই। সেটা আমার খুব ভালো লেগেছে। খুবই আধুনিক। সিটি অফ কালচার অ্যান্ড ইউথ। দিদি বার বার বলেন নতুনদের কাজে এগিয়ে আসতে হবে। আগামী দিনে সুন্দর বাংলা তৈরি করতে হবে। আর তাই মানুষের জন্য একসঙ্গে হাতে হাত রেখে কাজ করব।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখের পলকে গায়েব সব টাকা? অনলাইনে জিনিস বুকিং করার আগে সাবধান, জানুন এই সিক্রেট নিয়ম
আরও দেখুন

এই আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। এই বিষয়ে সায়নী বলছেন, "হ্যাঁ নিশ্চয়ই তিনি সেই অঞ্চলে কাজ করেছেন। ওনার প্রতিও শ্রদ্ধা রয়েছে। আমি এই মুহূর্ত থেকে কাজ শেখা শুরু করলাম। মানুষ ভালোবাসি আমি। দিদির দূত, দিদির সৈনিক হয়ে আমি কাজ করব। আমি নিজের ১৫০ শতাংশ দিয়ে কাজ করব এবং এক ইঞ্চিও ছাড়ব না। কলকাতার যা কিছু ভালো নিয়ে যাব আসানসোলে। আবার ওখানকার মানুষের থেকেও যা শিখব নিয়ে আসব।"

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
এক ইঞ্চি কাজও ছাড়ব না! আসানসোল থেকে প্রার্থী হয়ে কী বললেন সায়নী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল