TRENDING:

সমুদ্রকে সাক্ষী রেখে একে অপরের সঙ্গে মিশে গেলেন সৃজিত-মিথিলা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সদ্যই সাত পাকে বাঁধা পড়েছেন সৃজিত মুখোপাধ্যায় ও রসিদ মিথিলা ৷ ঘরোয়া বিয়ের পর ফেব্রুয়ারির শেষ দিকে কলকাতায় ছিল রিসেপশন পর্ব ৷ তারপরেই ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর শ্যুটিং শেষ করতে আফ্রিকায় উড়ে গিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায় ৷
advertisement

অন্যদিকে, মিথিলাও ঢাকায় ফিরে গিয়েছিলেন নিজের কাজে ৷ কিন্তু এর মাঝেই বিশ্ব জুড়ে থাবা বসিয়েছে করোনা । করোনার কবলে পড়ে নবদম্পতি এখন দুই আলাদা দেশে। যাতায়াতের সমস্ত রাস্তা বন্ধ । ভারতে এখন লকডাউন চলছে । ফলে এই ঘরবন্দি সময়ে এখন একে অপরকে চোখে হারাচ্ছেন দু'জন ৷ তাই কলকাতা আর ঢাকার দূরত্ব যতই হোক না কেন, সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ছুঁয়েই রয়েছেন সৃজিত-মিথিলা ৷

advertisement

কখনও শাশুড়ির অনুরোধে রবীন্দ্রজয়ন্তীতে নাচ, কখনও মেয়ে আইরাকে নিয়ে ভিডিও কল, কখনও সৃজিতের লেখা গান গাওয়া, কখনও বা কবিতার ছত্রে ছত্রে স্বামীকে মিস করছেন নববধূ । এবার পোস্ট করলেন সমুদ্রের পাড়ে দু’জনের হারিয়ে যাওয়ার ছবি । যখন আকাশ আর সমুদ্রকে সাক্ষী রেখে মিশে গিয়েছিলেন একে অপরের সঙ্গে । লিখলেন জীবনানন্দ দাশের কবিতা

advertisement

‘‘স্বপ্ন— শুধু স্বপ্ন জন্ম লয়

যাদের অন্তরে,

পরস্পরে যারা হাত ধরে

নিরালা ঢেউয়ের পাশে-পাশে—

গোধূলির অস্পষ্ট আকাশে

যাহাদের আকাঙ্ক্ষার জন্ম— মৃত্যু— সব—

পৃথিবীর দিন আর রাত্রির রব

শোনে না তাহারা;

... তাদের অন্তরে

স্বপ্ন, শুধু স্বপ্ন জন্ম লয়’’

সকল সময় …

বাংলা খবর/ খবর/বিনোদন/
সমুদ্রকে সাক্ষী রেখে একে অপরের সঙ্গে মিশে গেলেন সৃজিত-মিথিলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল