TRENDING:

মুনমুন সেনের কোলে ছোট্ট রাইমা ও রিয়া ! ভাইরাল ছবি

Last Updated:

মা মুনমুনের কোলে ছোট্ট রাইমা ও রিয়া। এই ছবি শেয়ার হতেই ভাইরাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাইমা সেন ও রিয়া সেন দুই বোন। দুজনেই চলচ্চিত্র জগতের নাম করা তারকা। তবে এই দুই বোনের অভিনয়ের সঙ্গে সম্পর্কটা পারিবারিক সূত্রেই পাওয়া। রাইমা ও রিয়ার মা মুনমুন সেন। মুনমুন সেন টলিউড শুধু বলিউডেরও সবথেকে সুন্দরী নায়িকাদের মধ্যে একজন ছিলেন। অভিনয় ছেড়ে দিয়ে মুনমুন সেন তৃনমূল কংগ্রেসে যোগ দেন। তারপর জীবন বদলেছে অনেকটাই। এর সুচিত্রা সেন হল এই পরিবারের সব থেকে বড় অনুপ্রেরণা। তিনি মুনমুনের মা, রাইমা ও রিয়ার দিদা।
advertisement

সুচিত্রা সেনকে নিয়ে আলাদা করে কিই বা বলার থাকে। তিনি টলিউডের মহানায়িকা। রাইমা ও রিয়াও মা ও দিদার পথেই হেঁটেছেন। রিয়া সদ্যই করেছেন বিয়ে। তবে রাইমা এখনও বিয়ে করেননি। রাইমা তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি শেয়ার করলেন। মা মুনমুনের কোলে ছোট্ট রাইমা ও রিয়া। এই ছবি শেয়ার হতেই ভাইরাল।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
মুনমুন সেনের কোলে ছোট্ট রাইমা ও রিয়া ! ভাইরাল ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল