TRENDING:

'তুমি এমনটাই থেকো' ! অপরাজিতা আঢ্যকে এ কথা কেন বললেন প্রসেনজিৎ

Last Updated:

প্রাক্তন- ছবিতে প্রসেনজিতের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অপরাজিতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টলিউডের সেই মানুষ যাকে বলা যেতে পারে বট গাছের ছায়া। মানুষের বিপদে সবার আগে যে আগে আসে সে প্রেসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি এখনও টলিউডের সুপারস্টার। সে যতই দেব, জিৎ আসুক না কেন বুম্বাকে তাঁর জায়গা থেকে কেউ সরাতে পারেনি। প্রসেনজিৎ বিয়ে করেছেন অর্পিতা পালকে। তাঁদের একটি ছেলেও রয়েছে।টলিউডের সকলকেই বুম্বা বা প্রসেনজিৎ খুব স্নেহ করেন।
advertisement

এই যেমন অপরাজিতা আঢ্য। প্রসেনজিতের খুব প্রিয় একজন মানুষ। হবেই না বা কেন ! অপরাজিতা হাসি খুশি ছটফটে একটা মানুষ। তাঁকে ভাল না বেসে যে থাকাই যায় না। প্রাক্তন- ছবিতে প্রসেনজিতের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অপরাজিতা। আজ অপরাজিতার জন্মদিন। প্রসেনজিৎ ভুললেন না তাঁকে শুভেচ্ছা জানাতে। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে প্রসেনজিৎ লেখেন, " শুভ জন্মদিন। তুমি যেমন আছ তেমনই থাক !সব সময় হাসতে থাক ।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
'তুমি এমনটাই থেকো' ! অপরাজিতা আঢ্যকে এ কথা কেন বললেন প্রসেনজিৎ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল