TRENDING:

এক মাথা সিঁদুর নিয়ে স্বামী নিখিলের সঙ্গে অন্তরঙ্গ নুসরত, প্রকাশ্যে এল ছবি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বোদরুম: প্রেমের জোয়ারে ভাসছেন নায়িকা ৷ চারদিন ধরে তুরস্কের বোদরুম শহরে এলাহিভাবে বিয়ে সেরেছেন নুসরত জাহান ৷ তিন বছরের পরিচয় এখন বিবাহের বন্ধনে আবদ্ধ ৷ বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে পরিচয়টা তিনবছর আগে ৷ নিখিলের ব্র্যান্ডের হয়ে অ্যাম্বাসাডর নুসরত ৷ প্রথম আলাপ সেই সময় ৷ নিখিলের দিক থেকে ভাল লাগা থাকলেও ৷ নুসরতেরও তখনও ছিল সেই পেশাদারী মনোভাব ৷ ক্লায়েন্টের সঙ্গে ক্লায়েন্টের মতো করেই মিশতেন ৷ কাজের বাইরে নো কথা-বার্তা ৷
advertisement

তবে, বরফ গলতে দুটো বছর লেগে গেল ৷ অবশেষে সম্পর্কে আসা ৷ আর শেষ অবধি শুভ পরিণয় ৷ সব মিলিয়ে দম্পতি এখন চূড়ান্ত রোম্যান্সে মজেছেন ৷

চারদিন ধরে বোদরুমের ‘সিক্স সেন্সেস কাপালায়াঙ্কা’য় অনুষ্ঠিত হয়েছে বিয়ের আসর ৷ জনাএকশ অতিথি হাজির ছিলেন অনুষ্ঠানে ৷

advertisement

বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়ে গিয়েছে গত ২০ জুন ৷ এই দুটোদিন তুরস্কেই সময় কাটিয়েছেন দম্পতি ৷ এ বার সামনে এল বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর নুসরত ও নিখিলের প্রথম ছবি ৷

advertisement

বিয়ের অনুষ্ঠানের পর ক্যামেরার সামনে এই প্রথম নবদম্পতি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷

যেখানে একমাথা সিঁদুর নিয়ে স্বামী নিখিলের বক্ষলগ্না হয়ে রয়েছেন নুসরত জাহান ৷ সেই ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন নিখিল জৈন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
এক মাথা সিঁদুর নিয়ে স্বামী নিখিলের সঙ্গে অন্তরঙ্গ নুসরত, প্রকাশ্যে এল ছবি