TRENDING:

Nusrat Jahan | Yash Dasgupta: নুসরত বাড়ি ফিরলেন সন্তান নিয়ে! সদ্যজাতকে গাড়িতে তুললেন যশ

Last Updated:

Nusrat Jahan | Yash Dasgupta: সন্তান নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেত্রী নুসরত জাহান। সঙ্গে ছিলেন যশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সন্তান নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। বৃহস্পতিবার পুত্র সন্তানের জন্ম দেন নুসরত। কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন নুসরত। সেখানেই অস্ত্রোপচার হয়। তাঁর অনুরাগীরা অপেক্ষা করেছিলেন, কবে সন্তানকে নিয়ে বাড়িতে ফিরবেন নুসরত। অবশেষে আজ সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি।
advertisement

নুসরতের সঙ্গে আজও ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। নুসরতের সন্তানকে তিনিই কোলে নিয়ে গাড়িতে ওঠেন। আর তার পরে যশের পাশে গাড়িতে সামনের আসনে গিয়ে বসেন নুসরত। যশই গাড়ি ড্রাইভ করে নুসরতকে বাড়িতে নিয়ে যান। জানা যাচ্ছে মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।

রবিবারই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল নুসরত জাহানের। কিন্তু সন্তানকে দেখাশোনার বিষয়টি আরও ভালো করে জেনে নিতে চেয়েছিলেন তিনি। অভিনেত্রীই আরও একদিন হাসপাতালে থেকে আসতে চেয়েছিলেন। এর মধ্য়ে শিশুর বেশ কিছু শারীরিক পরীক্ষাও করা হয়। নিজের সঙ্গেই সদ্যজাতকে রেখেছিলেন নুসরত। জানা যাচ্ছে অভিনেত্রী তাঁর সন্তানের নাম রেখেছেন ঈশান (Yishaan)। আর সেই নাম নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।

advertisement

প্রসঙ্গত, গর্ভবতী অবস্থা থেকেই নুসরতের পাশে ছিলেন তাঁর রিউমরড প্রেমিক যশ। নুসরতকে চিকিৎসককে নিয়ে যাওয়া বা মন ভালো রাখা সব দিকেই খেয়াল রেখেছিলেন তিনি। নুসরতকে বাড়ি থেকে হাসপাতালেও তিনিই ড্রাইভ করেই নিয়ে যান। এমনকি তাঁর অস্ত্রোপচারের সময়েও ওটিতে ছিলেন যশ। সন্তান জন্ম দেওয়ার আগের দিন যশ বলেছিলেন, "আমি মনে করি একজন অন্তঃসত্ত্বা মহিলাকে সবসময় হাসিখুশি থাকতে দেওয়া উচিত। না হলে মনুষ্যত্ব নিয়েই প্রশ্ন ওঠে। আমার মনে হয় এটা আমাদের বোঝা উচিত। আমি আমার ব্যক্তিগত জীবন শেয়ার করি না, তবে এটুকু বলতে পারি, এটা একটা ভাল খবর, আমি শুভক্ষণের অপেক্ষায় রয়েছি।"

advertisement

প্রসঙ্গত, বিতর্কে কম জড়াননি নুসরত। তবে হাজার কুকথা ও ট্রোলিং এর পরেও মা হবেন বলেই সিদ্ধান্ত নেন অভিনেত্রী। তাই এমন সাহসী সিদ্ধান্তের জন্য নুসরতকে কুর্ণিশও জানিয়েছিলেন টলিউডের অনেকেই। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। নুসরত একাধারে অভিনেত্রী ও সাংসদ। তার পাশাপাশি ছবি আঁকতে ও রান্না করতে ভালোবাসেন তিনি। তবে নেটিজেন এবার দেখার অপেক্ষায়, মা হিসেবে কেমন হন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Nusrat Jahan | Yash Dasgupta: নুসরত বাড়ি ফিরলেন সন্তান নিয়ে! সদ্যজাতকে গাড়িতে তুললেন যশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল