TRENDING:

নুসরতের হাতে গাঢ় হল মেহেন্দির রং, নববধূর নাম মেহেন্দিতে খোদাই করলেন নিখিল

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রথমবার করবা চৌথ বলে কথা ৷ স্পেশ্যাল না হয়ে যায় কোথায় ৷ বিয়ের প্রথম বছর সবকিছুই খুব অন্যরকম ৷ প্রথমবার একসঙ্গে পুজোও কাটিয়েছেন টলিউডের হট-কাপল নুসরত ৷ একসঙ্গে প্যান্ডাল হপিং, ঢাক বাজানো, সিঁদুর খেলা সবটাই হয়েছে চুটিয়ে ৷
advertisement

এবার পালা করবা চৌথের ৷ গতকাল ছিল করবা চৌথ ৷ এই দিন সবধা মহিলারা সারাদিন উপবাস রাখেন ৷ দিনের শেষে চাঁদ উঠলে সেই চাঁদ দেখে, তারপর স্বামীর মুখ দেখে প্রসাদ ও জল খান ৷ হিন্দু বাড়ির রীতি মেনে করবা-র ব্রত করলেন টলি অভিনেত্রী, সাংসদ নুসরত জাহানও ৷

করবা চৌথের পুজোর আগে হাতে মেহন্দি করলেন ৷ নতুন গয়না, শাড়িতে সাজলেন ৷ তবে তিনি একা নন ৷ স্বামী নিখিলও হাতে মেহেন্দি দিয়ে স্ত্রীর নাম লিখলেন ৷ একহাতে হিন্দিতে আর উর্দুতে ‘নয়না’ লিখলেন ৷ এটি নুসরতেরই আর একটি নাম ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
নুসরতের হাতে গাঢ় হল মেহেন্দির রং, নববধূর নাম মেহেন্দিতে খোদাই করলেন নিখিল