পরিচালকের থেকে কাহিনি সম্পর্কে জানা গেল ৷ দিনরাত কলের গান অর্থাৎ গ্রামোফোনে গান শোনা নেশা চন্দ্রকান্তের। প্রায় ৭০ এর কাছাকাছি বয়স তাঁর। আর সেই নেশাই বাড়িতে অন্যান্য সদস্যদের অশান্তির কারণ হয়ে উঠছে। এই বিষয় নিয়েই প্রণব মুখোপাধ্যায় ছবি বানালেন, নাম 'কলের গান'।
advertisement
ছবির একটি দৃশ্যে চৈতি ঘোষাল ও ভাস্কর বন্দ্যোপাধ্যায় ৷
চন্দ্রকান্তের পরিবারে আছে তাঁর ছেলে, ছেলের বউ আর নাতি। চন্দ্রকান্তের নেশা কলের গান শোনা। তাঁর প্রিয় গ্রামোফোনে সারাদিন জোরে জোরে গান বাজে। এই নিয়েই বাড়িতে রোজ অশান্তি। বিশেষ করে চন্দ্রকান্তর পুত্রবধূ সুমিত্রার সঙ্গে এই নিয়ে রোজ অশান্তি হয় তাঁর স্বামী চন্দনের। একটা সময়ে টাকার লোভে সুমিত্রা বিক্রিও করে দেন সেই গ্রামোফোন। তবে ট্রেলারের শেষে দেখা যাচ্ছে, সেই সুমিত্রাই অন্য একজনকে বোঝাচ্ছে গ্রামোফোনটির মাহাত্ম্য। যন্ত্রটার সঙ্গে যে অনেক সেন্টিমেন্ট জড়িয়ে আছে, সেটা বুঝতে পেরেছেন অনেকটা বয়স পেরিয়ে। এই যন্ত্রটার গল্প বলবে এই ছবি।