TRENDING:

Watch Theatre On Mobile: থিয়েটারে যাওয়ার সময় হয় না অথচ দেখতে ভালবাসেন এবার আপনাদের জন্য অনলাইন অ্যাপে সেরা-সেরা থিয়েটার

Last Updated:
ওয়ান থিয়েটারের উদ্যোক্তাদের আশা, এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলা নাটক আবারও জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে নিজের জায়গা করে নেবে।
advertisement
1/9
থিয়েটারে যাওয়ার সময় হয় না অথচ দেখতে ভালবাসেন এবার অনলাইন অ্যাপে সেরা-সেরা Theatre
এবার মঞ্চ নয়, নাটক আসছে মোবাইলের পর্দায়। দেশের প্রথম থিয়েটার-নির্ভর ওটিটি প্ল্যাটফর্ম *‘ওয়ান থিয়েটার’* আনুষ্ঠানিকভাবে চালু হল, যেখানে দর্শকরা এক ক্লিকেই দেখতে পাবেন বাংলার নানা প্রজন্মের ৩০০-রও বেশি নাটক। এই উদ্যোগে ঐতিহ্যবাহী থিয়েটারকে যুক্ত করা হল ডিজিটাল পরিসরে।
advertisement
2/9
নাটকের আর্কাইভ এখন অনলাইনে*জি টিপিএল-কে ই এস আই বিপিএল গ্রুপ* এবং *‘বাংলামঞ্চ’*-এর যৌথ উদ্যোগে তৈরি এই অ্যাপের লক্ষ্য—বাংলার জেলা ও শহরজুড়ে ছড়িয়ে থাকা থিয়েটার দলগুলিকে এক মঞ্চে আনা। শুধু বিনোদন নয়, এই প্ল্যাটফর্ম নাট্য-ঐতিহ্যের সংরক্ষণেও বিশেষ ভূমিকা নেবে বলে আয়োজকদের দাবি।
advertisement
3/9
অ্যাপে বিশেষভাবে জায়গা পেয়েছে অভিনেতা *সৌমিত্র চট্টোপাধ্যায়ের* নাট্যকর্মের একটি আলাদা আর্কাইভ। উদ্বোধনী পর্বে প্রদর্শিত হচ্ছে বেশ কয়েকটি উল্লেখযোগ্য প্রযোজনা।
advertisement
4/9
নির্বাচিত প্রযোজনা* *টাইপিস্ট* – পরিচালনা: পৌলোমী চট্টোপাধ্যায়, প্রযোজনা: শ্যামবাজার মুখোমুখি।একটি অফিসের দৈনন্দিন জীবন আর তাতে জড়িয়ে থাকা প্রেমের সূক্ষ্ম সুর—এই নাটকে ফুটে উঠেছে মানবসম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন। অভিনয়ে দেবশঙ্কর হালদার ও পৌলোমী চট্টোপাধ্যায়।
advertisement
5/9
* *মনে জঙ্গলে* – পরিচালনা: জ্যোতিস্মান চট্টোপাধ্যায়, প্রযোজনা: কলপায়ুর।স্মৃতি ও বিস্মৃতির দ্বন্দ্বকে কেন্দ্র করে মানুষের মনের নানা স্তর এখানে উঠে আসে।
advertisement
6/9
* *মিতালি* – পরিচালনা: গৌতম হালদার, প্রযোজনা: নয়া নাটুয়া।চিঠির যুগের এক কিশোর-কৈশোর প্রেমের গল্প, যেখানে সম্পর্কের নির্ভেজাল আবেগ ধরা পড়ে প্রযুক্তির আগের সময়ের প্রেক্ষাপটে।
advertisement
7/9
* *চন্দনপুরের চোর* – প্রযোজনা: শ্যামবাজার মুখোমুখি।তিন চোরের এক বৃদ্ধার বাড়িতে প্রবেশ ও তাদের জীবনে ঘটে যাওয়া নৈতিক টানাপোড়েনকে কেন্দ্র করে রচিত এই নাটক রসিকতা ও মানবিকতার অনন্য মিশেল।
advertisement
8/9
এই প্রযোজনাগুলিতে অভিনয় করেছেন রাজতাভ দত্ত, শঙ্কর চক্রবর্তী, দেবলীনা দত্ত, পৃথা মজুমদার, সৌরভ কর-সহ একঝাঁক অভিজ্ঞ ও তরুণ শিল্পী।
advertisement
9/9
ভবিষ্যতের দিকনির্দেশওয়ান থিয়েটারের উদ্যোক্তাদের আশা, এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলা নাটক আবারও জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে নিজের জায়গা করে নেবে। শুধুমাত্র একটি স্ট্রিমিং সার্ভিস নয়, তারা এটিকে ভাবছেন এক চলমান আর্কাইভ, সাংস্কৃতিক সেতুবন্ধন এবং বাংলার নাট্যআত্মার ডিজিটাল জানালা হিসেবে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Watch Theatre On Mobile: থিয়েটারে যাওয়ার সময় হয় না অথচ দেখতে ভালবাসেন এবার আপনাদের জন্য অনলাইন অ্যাপে সেরা-সেরা থিয়েটার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল