TRENDING:

‘বেলাশেষে'-র পর 'বেলাশুরু'-র পালা শিবপ্রসাদ, নন্দিতার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  ২০১৫ সাল! বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়ের ছবি ‘বেলাশেষে'! সত্যজিৎ রায় পরিচালিত 'ঘরে বাইরে'-র ৩০ বছর বাদে সৌমিত্র চট্টোপাধ্যায় আর স্বাতীলেখা সেনগুপ্তর কিংবদন্তী জুটি ফিরেছিল অনস্ক্রিনে! ছবিটি যে শুধুমাত্র সমালোচকদের তারিফ পেয়েছিল তাই নয়, বক্সঅফিসেও সাফল্যের জোয়ার এসেছিল! খোদ অমিতাভ বচ্চন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করেছিলেন ছবিটির।
advertisement

মাঝখানে কেটে গিয়েছে ৩-টে বছর! এই ক'বছরে আরও গুটিকয়েক সফল ছবি দর্শককে উপহার দিয়েছেন এই জুটি! হালের 'হামি' তো এখনও পর্যন্ত এ'বছরের সেরা সফল ছবি! তবে, কোথাও যেন 'বেলাশেষে'-র ম্যাজিকটা এখনও দর্শকমন ছুঁয়ে রয়েছে। আর তাই, ' বেলাশেষে'-র পর ‘বেলাশুরু’ করার কথা ভাবলেন নন্দিতা, শিবপ্রসাদ।

সেরা ভিডিও

আরও দেখুন
সঙ্গীর অ্যাডভেঞ্চার পছন্দ? ডিসেম্বরেই ঢুঁ মারুন সুতানের নির্জন জঙ্গলে, রইল ঠিকানা
আরও দেখুন

' বেলাশেষে'-র পরতে পরতে ফুটে উঠেছিল সম্পর্ক, সংসার, প্রেম, বন্ধুতা, ভাঙনের নানা সমীকরণ। 'বেলাশুরু'-র কেন্দ্রে রয়েছে শুধুই ভালবাসা! আগামী ৩০ নভেম্বর থেকে শুটিং শুরু । কলকাতা, শান্তিনিকেতন এবং বাংলাদেশে শুটিং হবে। কাস্টিং সিংহভাগই 'বেলাশেষে'-র সঙ্গে এক থাকছে। রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, মনামী ঘোষ, শঙ্কর চক্রবর্তী, ইন্দ্রাণী দত্ত, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়। সঙ্গীত পরিচালক অনুপম রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘বেলাশেষে'-র পর 'বেলাশুরু'-র পালা শিবপ্রসাদ, নন্দিতার