TRENDING:

স্বামী মাইকের সঙ্গে প্রথম দেখা, সেলফি ! ছবি পোস্ট করে আবেগে ভাসলেন মোনালি ঠাকুর !

Last Updated:

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ছবি শেয়ার করে নিজেদের প্রথম আলাপের ঘটনা বিস্তারিত জানিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মোনালি ঠাকুর। ভারতের জনপ্রিয় গায়িকা। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ অ্যাক্টিভ। জীবনের নানা কিছু তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। নিজের স্বামীর সঙ্গেও মজার ভিডিও পোস্ট করেন তিনি। এবার তিনি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন প্রথম প্রেমের কথা।
advertisement

কয়েকদিন আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন যে তিনি রিচার্ডকে পয়সার জন্য বিয়ে করেননি। হতে পারে রিচার্ড একজন ব্যবসায়ী। কিন্তু তাঁর রোজগার রিচার্ডের থেকে অনেকটাই বেশি। তাই এই অপবাদ একেবারে মিথ্যে। তিনি নিজের বিয়ের খবর তিন বছর কাউকে জানাননি। আর সেই ক্ষোভ থেকেই তাঁকে নিয়ে নানা কথা ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। মোনালি নিজেই তাঁর জবাব দিয়েছেন।

advertisement

এমনকি তিন বছর আগের বিয়ের ভিডিও তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। বান্দ্রাতে হয়েছিল তাঁর বিয়ে। না কোনও রকম জাঁক-জমক তো দূরের কথা! নিজের থেকে ওভার সাইজের পোশাক পরে বিয়ে সেরে ছিলেন তাঁরা। সেদিনই ছিল বিদেশ যাওয়ার ফ্লাইট। মোনালি মনে করেননি ঢাক ঢোল পিটিয়ে বিয়ের খবর সবাইকে জানানোর প্রয়োজনীয়তা। কারণ জীবনটা তাঁর। তিনি ভাববেন কোনটা মানুষকে জানাবেন আর কোনটা জানাবেন না।

advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ছবি শেয়ার করে নিজেদের প্রথম আলাপের ঘটনা বিস্তারিত জানিয়েছেন। তিনি লিখেছেন, " এটা আমার প্রথম সুইৎজারল্যান্ড ট্রিপ ছিল। আমি তোমাকে দেখেছিলাম সেখানেই। আমার মনে হচ্ছিল আমাদের দু'জনেরই হয়তো দু'জনকে ভাল লেগেছে। কিন্তু আমরা কেউ কারও সঙ্গে কথা বলছিলাম না। শহর ছেড়ে আসার আগে আমি ওখানকার এক দেওয়ালে ফুল আঁকছিলাম। তুমি দেখছিলে। হঠাৎ তুমি আমার কাছে এসে বললে, একটা সেলফি তুলতে পারি! আমি হেসে ফেলেছিলাম।" নিজেদের তোলা প্রথম ছবি শেয়ার করলেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
স্বামী মাইকের সঙ্গে প্রথম দেখা, সেলফি ! ছবি পোস্ট করে আবেগে ভাসলেন মোনালি ঠাকুর !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল