কয়েকদিন আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন যে তিনি রিচার্ডকে পয়সার জন্য বিয়ে করেননি। হতে পারে রিচার্ড একজন ব্যবসায়ী। কিন্তু তাঁর রোজগার রিচার্ডের থেকে অনেকটাই বেশি। তাই এই অপবাদ একেবারে মিথ্যে। তিনি নিজের বিয়ের খবর তিন বছর কাউকে জানাননি। আর সেই ক্ষোভ থেকেই তাঁকে নিয়ে নানা কথা ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। মোনালি নিজেই তাঁর জবাব দিয়েছেন।
advertisement
এমনকি তিন বছর আগের বিয়ের ভিডিও তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। বান্দ্রাতে হয়েছিল তাঁর বিয়ে। না কোনও রকম জাঁক-জমক তো দূরের কথা! নিজের থেকে ওভার সাইজের পোশাক পরে বিয়ে সেরে ছিলেন তাঁরা। সেদিনই ছিল বিদেশ যাওয়ার ফ্লাইট। মোনালি মনে করেননি ঢাক ঢোল পিটিয়ে বিয়ের খবর সবাইকে জানানোর প্রয়োজনীয়তা। কারণ জীবনটা তাঁর। তিনি ভাববেন কোনটা মানুষকে জানাবেন আর কোনটা জানাবেন না।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ছবি শেয়ার করে নিজেদের প্রথম আলাপের ঘটনা বিস্তারিত জানিয়েছেন। তিনি লিখেছেন, " এটা আমার প্রথম সুইৎজারল্যান্ড ট্রিপ ছিল। আমি তোমাকে দেখেছিলাম সেখানেই। আমার মনে হচ্ছিল আমাদের দু'জনেরই হয়তো দু'জনকে ভাল লেগেছে। কিন্তু আমরা কেউ কারও সঙ্গে কথা বলছিলাম না। শহর ছেড়ে আসার আগে আমি ওখানকার এক দেওয়ালে ফুল আঁকছিলাম। তুমি দেখছিলে। হঠাৎ তুমি আমার কাছে এসে বললে, একটা সেলফি তুলতে পারি! আমি হেসে ফেলেছিলাম।" নিজেদের তোলা প্রথম ছবি শেয়ার করলেন তিনি।