সেই পোস্টটি কোয়েল লেখেন, ‘‘এই দিনগুলো কাটছে হালকা লাথি, ঘুঁষিতে ৷ নতুন জীবনের স্পন্দন এখন আমার ভিতরে ৷ উলের উষ্ণতা মেখে নতুন জীবনের অংশ হতে চলেছি ৷ আমাদের সন্তান আসছে গরমেই ভূমিষ্ঠ হবে ৷’’
কোয়েলের এই ঘোষণার পর সকলেই তাঁকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ নতুন সদস্যকে দেখার অপেক্ষায় দিন গুণছেন নায়িকার ভক্তকূল ৷ এর মধ্যেই সদ্যোজাত শিশুকে কোলে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন কোয়েল ৷ সেই ছবি দেখে নেটিজেনদের বক্তব্য, সুখবরটা কি দিয়েই ফেললেন ইন্ডাস্ট্রির এক নম্বর নায়িকা?
advertisement
এর উত্তর অবশ্যই ‘না’ ৷ কারণ পোস্টে পরিষ্কারভাবেই কোয়েল লিখে দিয়েছেন এই ছবি তাঁর আগামী সিনেমা ‘রক্তরহস্য’-র প্রমোশনের জন্যই ৷
সৌকর্য ঘোষাল পরিচালিত, কোয়েল মল্লিক অভিনীত এই ছবি মুক্ত পাচ্ছে ১০ এপ্রিল ৷ ছবিতে কোয়েলের চরিত্রের নাম স্বর্ণজা ৷ কোয়েল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল, লিলি চক্রবর্তী, ঋতব্রত মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়৷ এটি একটি ইমোশনাল থ্রিলার ৷