ছবিতে স্বর্ণজার চরিত্রে অভিনয় করেছেন কোয়েল মল্লিক ৷ পেশায় তিনি রেডিও জকি, আর নেশায় পরোপকারী ৷ পাঁচ বছর আগে স্বর্ণজা তাঁর সন্তানকে হারিয়েছে। গোটা ছবিটাই সেই হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পাওয়া নিয়ে ৷ রক্ত হয়তো মা’কে নিয়ে যাবে তাঁর সন্তানের কাছে ৷ কিন্তু তার আগে তাঁকে পেরতে হবে অনেক কঠিন ধাপ ৷ আর সেই প্রতিটা ধাপেই রয়েছে একেক রকম চমক ৷
advertisement
এরই মাঝে শান্তিলাল মুখোপাধ্যায়ের সঙ্গে স্বর্ণজার একটি কথোপকথন চমকে দেয় দর্শকদের ৷ যেখানে শান্তিলাল মুখোপাধ্যায়কে কোয়েলের উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে, ''মাত্র ৯ মাসের জন্য মা হবি?'' তাঁর কথা সংশোধন করে কোয়েল বলেন, ''না, ১১ মাস, ৯ মাস ভিতরে, ২ মাস বাইরে''। কেন নিজের সন্তাকে নিয়ে এমন কথা বললেন কোয়েল ? কেনই বা সেই সন্তানের আয়ু মাত্র ১১ মাস?
এসব জানতে গেলে অবশ্যই প্রেক্ষাগৃহে পৌঁছে যেতে হবে ৷ উত্তর রয়েছে সেখানেই ৷