আবারও কৌশিক-ঋত্বিক জটি বাঁধছে কাবাড্ডি কাবাড্ডি ছবির জন্য৷ ছবির সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত৷ বোলপুরে ছবির কিছু অংশের শ্যুটিং হবে৷
প্রথমে অভিনেতা অঙ্কুশের সঙ্গে এই ছবিতে কাজ করার কথা ছিল কৌশিকের৷ অনেক দূর কথাও এগোয়ে৷ তারপর যদিও অঙ্কুশ থাকছেন না ছবিতে৷ লকডাউনের আগে দু’টি ছবি নির্দেশনার কাজ করে ফেলেছেন কৌশিক৷ তারপর শেষ করেছেন তাঁর হিন্দি ছবি৷ এবার তাঁর পরবর্তীর ছবির থিম স্পোর্টস৷ কাবাডি নামক খেলাটির পুণরায় জৌলুস ফিরছে৷ আইপিএলের মতো এই খেলার জনপ্রিয়তা বেড়েছে বলিউড স্টারদের হাত ধরে৷ কারণ তাঁরা টিম তৈরি করে আন্তর্জাতিক মানের খেলা নিয়ে আসছেন দর্শকদের সামনে৷ হচ্ছে কাবাডি চ্যাম্পিয়ানশিপ৷ এই খেলার থিম সং গেয়েছেন অমিতাভ বচ্চন৷ অভিষেক বচ্চনের টিম নিয়ে নেকফ্লিক্সে তৈরি হয়েছে একটি তথ্যচিত্রও৷ এরপর জাতীয় পুরস্কার প্রাপ্ত কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি যে কাবাডির প্রতি উৎসাহ আরও বাড়াবে, তা বলাই বাহুল্য৷ কাবাডি এবং তাঁকে জড়িয়ে এক জীবনধারার কথাই বলবেন কৌশিক৷
advertisement