কিন্তু হঠাৎ কী হল জিতু-নবনীতার জীবনে? বিচ্ছেদের কালো মেঘ কি তবে ঘনিয়ে এল? গত কয়েকদিন ধরেই একটি ভিডিও ঘুরছিল সোশ্যাল মিডিয়ায় । জিতু নিজেই শেয়ার করেছিলেন সেটি । সেখানে নায়ককে দেখা যায় নবনীতাকে চড় মারতে । এ দিন আবার নতুন একটি ভিডিওতে জিতু খোদ অন্য নায়িকাকে ‘আই লভ ইউ’ বলছেন । তবে এ টুকু শুনেই ঘাবড়ে যাবেন না । আসলে সবটাই মজার ছলে করেছেন নায়ক-নায়িকা ।
advertisement
ইনস্টাগ্রাম রিল ভিডিও-তে এর আগে একদিন গানের মধ্যেই নবনীতাকে মশকরা করে মেরেছিলেন জিতু । আর এ বার রিল লাইফের সহনায়িকা অভিনেত্রী সম্পূর্ণা’কে ‘আই লভ ইউ’ বলতে শোনা গেলন জিতুকে । বর্তমানে ‘আকাশ আট’-এ ‘হয়তো তোমারই জন্য’ ধারাবাহিকে অভিনয় করছেন সম্পূর্ণা আর জিতু । সেই ডেইলি সোপের শ্যুটিংয়ের স্বার্থে সহ-অভিনেত্রীর সঙ্গে অনেকটা সময়ই কাটাতে হয় জিতুকে । তাই শ্যুটিংয়ের ফাঁকে একটু হাসি, একটু খুনসুটি লেগেই থাকে ।
সোশ্যাল মিডিয়ায় হামেশাই এ রকম মজার মজার ভিডিও পোস্ট করতে থাকে টলিপাড়ার এই ফ্যাব জুটি জিতু আর নবনীতা।