এই পিরিয়ড ড্রামায় ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করছেন দেব। গত বছর অগস্ট মাসে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির, তবে করোনার জেরে সব পরিকল্পনা ভেস্তে যায়। অবশেষে করোনা কাঁটা পেরিয়ে চলতি বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পেতে চলেছে ‘গোলন্দাজ’।
এদিন প্রযোজনা সংস্থা ভেঙ্কটেশ ফিল্মসের তরফে ছবির পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে। যেখানে শেকল ছিঁড়ে ফুটবল পায়ে এগিয়ে যেতে দেখা গেল দেবকে। চোখে মুখে ফুটে উঠছে অদম্য জেদ, আর লক্ষ্যে অবিচল থাকার সংকল্প। বলাই যায়, ছবির পোস্টারে শেকল আসলে 'পরাধীনতার' প্রতীক। ভারতীয় ফুটবলের জনক, যিনি একজন বাঙালিও হারিয়ে গিয়েছেন অজানা অতীতে। সেটাই খুঁজে বার করার চেষ্টা করবে ‘গোলন্দাজ’।
advertisement
'গুপ্তধনের সন্ধানে', 'দুর্গেশগড়ের গুপ্তধন'-এর অসামান্য সাফল্যের পর ফের একবার ইতিহাসে চোখ রেখেছেন পরিচালক ধ্রুব। গল্পের ঠাস বুনন ছাড়াই অসামান্য চিত্রনাট্য বরাবরই USP ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ছবির। এক্ষেত্রেও সেই ধারাই অব্যাহত থাকবে বলে দাবি করলেন পরিচালক।
গোলন্দাজে ইশা সাহাকে দেখা যাবে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর স্ত্রী কমলিনীর ভূমিক়ায়। আর দেবের অনস্ক্রিন 'বাবা', সূর্য কুমার সর্বাধিকারীর ভূমিকায় থাকবেন শ্রীকান্ত আচার্য। যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রে এবার দেখা যাবে এই বিশিষ্ট সংগীতশিল্পীকে। অন্যদিকে ইন্দ্রাশিস আচার্যকে দেখা যাবে ওপর মূল চরিত্র জিতেন্দ্রর ভূমিকায়।