TRENDING:

Durga Puja 2021 song: পুজোর গান 'দুগ্গা মা' নিয়ে হাজির মেখ্লা দাশগুপ্ত, শুনুন

Last Updated:

গতবারের মতো এবারও নিজের পুজোর গান (Durga Puja song) প্রকাশ করলেন শিল্পী মেখ্লা দাশগুপ্ত (Mekhla Dasgupta)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দুর্গা পুজো (Durga Puja 2021) মানেই নতুন জামা, খাওয়া-দাওয়া, আড্ডা আর সঙ্গে হৈহুল্লোড়৷ এর সঙ্গে জড়িয়ে রয়েছে পুজোর গান৷ শিল্পীদের নতুন গান পুজোর (Durga Puja song) এক অঙ্গ হিসেবেই মানা হয়৷ একেবারে রীতি মেনেই নতুন গান তৈরি করেন তাঁরা যা পুজোর ক’টা দিন প্যান্ডেলগুলি মুখর করে তোলে৷ ৮ বা ৯এর দশকে পুজোতে গান রিলিজ পুজোর অবিছেদ্য অঙ্গ হিসেবেই মনে করা হত৷ ধীরে ধীরে তার চল কিছুটা কমলেও, এখনও বহু শিল্পী নিয়ম করেই পুজোর কথা মাথায় রেখে প্রকাশ করেন গান৷ এই ধারা মেনেই ২০২১-এ পুজোর গান রিলিজ করলেন সঙ্গীত শিল্পী মেখ্লা দাশগুপ্ত (Mekhla Dasgupta)৷
advertisement

আরও পড়ুনDurga Puja 2021: এবার পুজোয়ে ঠাকুরবাড়ির রান্না পড়বে পাতে! সপ্তপদীর পুজো স্পেশ্যাল মেনু...

করোনা কালে পুজোর হিড়িকে কিছুটা যেন ভাটা পড়েছে৷ প্যান্ডেলে নো-এন্ট্রি৷ তাই গতবারের মতো এবারও পুজোর লিস্ট থেকে প্যান্ডেল হপিং (Pandel Hopping) বাদ পড়েছে সকলের৷ ফলে উন্মাদনা কিছুটা হলেও কম৷ তবে পুজো পাগল বাঙালি হাতিয়ার করেছেন বন্ধুদের সঙ্গে আড্ডা, খাওয়া দাওয়া এবং অবশ্যই পুজোর গান (Bengali Pujo song)৷ একইভাবে বড় বড় পুজো উদ্যোগতারাও তাঁদের প্যান্ডলে সারাদিন বাজাবেন পুজোর সঙ্গে মানিয়ে তৈরি করা শিল্পীদের গান৷ কারণ যতদূর পর্যন্ত পৌঁছবে এই গানের সুর ও কথা, ততদূর মানুষের মনে ছড়িয়ে যাবে পুজোর মেজাজ৷

advertisement

গতবারের মতো এবারও নিজের পুজোর গান প্রকাশ করলেন শিল্পী মেখ্লা দাশগুপ্ত৷ 'প্রথম থেকে যদিও খুব বেশি পুজোর গান নিয়ে তৈরি ছিলাম না৷ শেষ পর্যন্ত আমার ইউটিউব থেকে পুজোর গান প্রকাশ করলাম৷ আসলে পুজো এমন একটা বিশেষ সময়, যখন শিল্পী হিসেবে মন চায় নতুন গান শ্রোতাদের শোনাতে৷ তাই তো এবারও শেষমেষ পুজোর গান তৈরি হয়ে গেল৷' বলছেন মেখ্লা৷ দুগ্গা মা (Dugga Maa Song) গানটি গেয়েছেন মেখ্লা ও সিদ্ধেশ্বর লায়ক৷ গানটির সুর দিয়েছেন শুভঙ্কর চট্টোপাধ্যায় এবং গীতিকার সোমরাজ দাস৷ গানটি মুক্তি পেয়েছে মেখ্লা দাশগুপ্তের ইউটিউব চ্যানেল থেকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

গতবছরও একইভাবে শিল্পী মেখলার পুজোর গান মুক্তি পেয়েছিল, যা নিয়ে চর্চা হয়েছিল বেশ৷ গানের কথা ও সুরের পাশাপাশি গানের ভিডিওটি ছিল অনবদ্য৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Durga Puja 2021 song: পুজোর গান 'দুগ্গা মা' নিয়ে হাজির মেখ্লা দাশগুপ্ত, শুনুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল