TRENDING:

‘তোমার গালে আমার লিপস্টিকের দাগ স্মৃতিগুলো ভুলতে দেবে না তোমাকে’, বললেন রানি রাসমণি

Last Updated:

সদ্যই মারা গিয়েছেন বাবু রাজচন্দ্র দাস ৷ তাঁর আকস্মিক মৃত্যুর আঘাত সহ্য করতে না করতেই আবার ছন্দপতন ৷ সংসার ছেড়ে চলে গেলেন রাজচন্দ্রের বৌঠান ৷ রানির বড় কাছের জা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: একজনের ছেড়ে যাওয়ার কষ্ট ভুলতে না ভুলতেই আবার বিচ্ছেদের যন্ত্রণা ৷ রানি রাসমণির সোনার সংসারে আবার মুচড়ে ওঠা কষ্ট ৷ এতদিনের পথপ্রদর্শক, এতদিনের সখী, বান্ধবী, উপদেষ্টা, দক্ষ সঙ্গিনীকে হারানোর দুঃখ জানবাজারের জমিদার বাড়িতে ৷
advertisement

সদ্যই মারা গিয়েছেন বাবু রাজচন্দ্র দাস ৷ তাঁর আকস্মিক মৃত্যুর আঘাত সহ্য করতে না করতেই আবার ছন্দপতন ৷ সংসার ছেড়ে চলে গেলেন রাজচন্দ্রের বৌঠান ৷ রানির বড় কাছের, জা ৷

‘করুণাময়ী রানি রাসমণি’ সিরিয়াল থেকে বিদায় নিলেন তানিয়া কর, ওরফে রাসমণির বড় জা ৷ যাঁকে ‘দিদি’ বলে সম্বোধন করতেন রানি ৷ দেওর রাজচন্দ্রের মৃত্যু সহ্য করতে না পেরে গৃহত্যাগী হন তিনি ৷ বহুদিনের সহকর্মী-বান্ধবী তানিয়া আর এই সিরিয়ালে কাজ করবেন না ৷ ফলে মন খারাপ রাসমণি ওরফে দিতিপ্রিয়ার ৷ শুধু পর্দাতেই রানির ‘দিদি’ ছিলেন না তিনি, রিয়েল লাইফেও ঠিক বড় দিদির মতো আগলে রাখতেন দিতিকে ৷ তাই সোশ্যাল মিডিয়ায় মনখারাপ করা পোস্ট দিল দিতিপ্রিয়া ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে স্বপ্ন ভারতীয় দলের জার্সিতে খেলা,বাবা পুকুর পাড়ে,ক্ষেতের পাশে পিচ করে দিলেন মেয়েকে
আরও দেখুন

প্রিয় তানিয়া দি’কে দিতিপ্রিয়া লিখল, ‘‘তোমার মতো সহকর্মীকে পাওয়া আমার ভাগ্য ৷ পুরো টিমের মধ্যে তুমিই একমাত্র, যাঁর সঙ্গে আমি সব শেয়ার করতে পারতাম ৷ তুমি আমার সমস্ত দুর্বলতা গুলো জানো ৷ তুমি কি জানো, তুমিই একমাত্র মানুষ যাঁকে আমি যখন খুশি আমার সমস্যাগুলো নিয়ে এসে বিরক্ত করতে পারতাম ? কিন্তু এখন আমার এই অভ্যাস আমাকে বদলাতে হবে ৷ যখন আমার কান্না পেত, তুমি তোমার কাঁধটা বাড়িয়ে দিতে ৷ আর সমস্ত অবসাদ থেকে ঠিক আমার বড় দিদির মতোই আমাকে বের করে আনতে ৷ আমি তোমাকে খুব মিস করব ৷.......তোমার গালে আমার লিপস্টিকের দাগ আমাদের একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো কখনও ভুলতে দেবে না তোমাকে ৷’’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘তোমার গালে আমার লিপস্টিকের দাগ স্মৃতিগুলো ভুলতে দেবে না তোমাকে’, বললেন রানি রাসমণি