মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে মিন্টো পার্কের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি । গতকাল, শুক্রবার, সন্ধের পর থেকে তাঁর অবস্থার অবনতি হয় । রক্তচাপ ওঠানামা শুরু হয়, কমে যায় অক্সিজেনের মাত্রা, শ্বাসকষ্ট শুরু হয় । ফলে রাতের দিকে আইটিইউ-তে স্থানান্তরিত করা হয় বাঙালির প্রিয় ‘অপু’কে । এই খবরে মন খারাপ হয়ে যায় আপামর বাঙালির ।
advertisement
অবশেষে শনিবার সকালে এল স্বস্তির খবর। ভালো আছেন পর্দার ফেলুদা । ভক্তদের উৎকণ্ঠা কমিয়ে হাসাপাতালের তরফে জানানো হয়, তাঁর রক্তচাপ এখন স্বাভাবিক আছে । স্বাভাবিক খাওয়া-দাওয়াও করছেন বর্ষীয়ান এই অভিনেতা । জ্বরটাও আর নেই । রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে । আশার কথা হল, ফুসফুসে সংক্রমণের চিহ্ন পাওয়া যায়নি ।
তবে সুস্থ থাকলেও তাঁকে আপাতত রাখা হবে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট-এই । কারণ ব্লাড প্রেসার, সুগার, সিওপিডি-র মতো গুচ্ছ রোগ রয়েছে সৌমিত্রর । সঙ্গে বয়সটাও এখন ৮৫-র কোঠায় । তাই কোনও ঝুঁকি নিতে রাজি নন ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম করের নেতৃত্বাধীন তিন সদস্যের মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা।
আনলক শুরু হতেই একাধিক অসমাপ্ত কাজ শেষ করতে পুরোদমে শ্যুটিং শুরু করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় । গত ৩০ সেপ্টেম্বর শেষবার শ্যুটিংয়ে বেরিয়েছিলেন সৌমিত্র । ভারতলক্ষ্মী স্টুডিওয় একটি ডকু ফিচারের শ্যুটিং ছিল তাঁর । সে দিন থেকেই তাঁর শরীরটা খারাপ হতে শুরু করে । করোনার লক্ষ্ণণ প্রকাশ পাওয়ায় সঙ্গে সঙ্গে টেস্ট করানো হয় । তখনই রিপোর্ট পজিটিভ আসে ।
