সূত্রের খবর, শুক্রবার সকালে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভারতীকে। ভারতীর সেদিন লাফটার শেফস অনুষ্ঠানের শুটিং করার কথা ছিল। কিন্তু পরিস্থিতি জটিল হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি পুত্র সন্তানের জন্ম দেন। প্রসবের সময় হর্ষ লিম্বাচিয়াও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
advertisement
তাঁদের সুইজারল্যান্ড সফরের সময়ই দ্বিতীয় গর্ভাবস্থার কথা ঘোষণা করেছিলেন ভারতী ও হর্ষ। এই দম্পতি এখনও সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে এই খবরটি শেয়ার করেননি। শীঘ্রই সন্তানের আগমন সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে। ভারতী সিং ভারতীয় টেলিভিশনে কমেডির জন্যই জনপ্রিয়। হর্ষ লিম্বাচিয়া একজন লেখক হিসাবে তার যাত্রা শুরু করেছিলেন। ২০০৯ সালে কমেডি সার্কাসের সেটে তাঁদের দুজনের দেখা হয় এবং ২০১৭ সালে বিয়ে হয়। ভারতী এবং হর্ষ একসাথে একটি পডকাস্টও হোস্ট করেন। ইতিমধ্যেই তাদের ঘরে তাদের আদরের প্রথম সন্তান গোলা আছেই, এবার তার এক সঙ্গীও এল।
