TRENDING:

'রাসমণি' নয় 'কৃষ্ণকলি'ই বাঙালি সিরিয়াল প্রেমীদের কাছে সবার ওপরে!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাঙালির সিরিয়াল প্রেম আজকের নয়। সন্ধ্যের পর আরাম করে বসে সিরিয়াল দেখা যেন বাঙালির ঘরে ঘরে একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। বাঙলির সবচেয়ে প্রিয় চ্যানেলগুলির মধ্যে হল 'স্টার জলসা', 'জি বাংলা', 'কালার্স বাংলা'। তবে সব সিরিয়ালকে সব চ্যানেলকে পিছনে ফেলে এগিয়ে চলেছে 'কৃষ্ণকলি'।
advertisement

গ্রামের মেয়ে শ্যামা শহরের বড়লোকের ছেলের সঙ্গে বিয়ে করে কলকাতায় চলে আসে। সে ভাল কীর্তন গায়। কিন্তু বাড়ি থেকে লুকিয়ে। এই নিয়েই চলে গল্প। মাঝে মধ্যে 'কৃষ্ণকলি'কে আরবান টিআরপিতে টক্কর দেয়, 'রাণী রাসমণি'। তবে সেই এগিয়ে থাকা বেশি দিনের হয় না। তবে এই দুই সিরিয়ালকেই মাঝে মাঝে টক্কর দেয় 'জয় বাবা লোকনাথ'। তবে অন্য যে সিরিয়াল গুলো মানুষ দেখে তারমধ্যে রয়েছে 'কে আপন কে পর', 'দেবী চৌধুরানি',' ফাগুন বউ'। এক সময় ভাল টিআরপি বা বার্গ এনে দিলেও এখন এই দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে 'বকুল কথা'। তবে সবার মনকে বেশ কয়েক সপ্তাহ ধরে জয় করে দৌড়ে এগিয়ে রয়েছে 'কৃষ্ণকলি'। এই মাপকাঠি থেকে বোঝা যায় মানুষ যত কাজেই ব্যস্ত থাকুন না কেন, তাঁর কিন্তু সব কিছুর মাঝেও বাঙলা সিরিয়ালটা ঠিক দেখে নেন। না হলে ভোটের বাজারে এভাবে সিরিয়ালে সিরিয়ালে টক্কর সম্ভব না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্কুল ছাত্রীদের জন্য পুলিশ কনস্টেবল মুর্শিদাবাদে চালু করলেন 'সীমান্ত কন্যা সুরক্ষা মিশন'
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
'রাসমণি' নয় 'কৃষ্ণকলি'ই বাঙালি সিরিয়াল প্রেমীদের কাছে সবার ওপরে!