গ্রামের মেয়ে শ্যামা শহরের বড়লোকের ছেলের সঙ্গে বিয়ে করে কলকাতায় চলে আসে। সে ভাল কীর্তন গায়। কিন্তু বাড়ি থেকে লুকিয়ে। এই নিয়েই চলে গল্প। মাঝে মধ্যে 'কৃষ্ণকলি'কে আরবান টিআরপিতে টক্কর দেয়, 'রাণী রাসমণি'। তবে সেই এগিয়ে থাকা বেশি দিনের হয় না। তবে এই দুই সিরিয়ালকেই মাঝে মাঝে টক্কর দেয় 'জয় বাবা লোকনাথ'। তবে অন্য যে সিরিয়াল গুলো মানুষ দেখে তারমধ্যে রয়েছে 'কে আপন কে পর', 'দেবী চৌধুরানি',' ফাগুন বউ'। এক সময় ভাল টিআরপি বা বার্গ এনে দিলেও এখন এই দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে 'বকুল কথা'। তবে সবার মনকে বেশ কয়েক সপ্তাহ ধরে জয় করে দৌড়ে এগিয়ে রয়েছে 'কৃষ্ণকলি'। এই মাপকাঠি থেকে বোঝা যায় মানুষ যত কাজেই ব্যস্ত থাকুন না কেন, তাঁর কিন্তু সব কিছুর মাঝেও বাঙলা সিরিয়ালটা ঠিক দেখে নেন। না হলে ভোটের বাজারে এভাবে সিরিয়ালে সিরিয়ালে টক্কর সম্ভব না।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 17, 2019 2:46 PM IST