TRENDING:

সমাজে এগিয়ে চলার গল্প বলতে আসছেন এক রূপান্তরকামী পরিচালক, অভিনয়েও এক রূপান্তরকামী

Last Updated:

স্বল্পদৈর্ঘের ছবি (Adelante) আদালান্তে৷ এটি আসলে একটা স্প্যানিশ শব্দ । এর অর্থ হল "এগিয়ে চলা" ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রণদীপ সরকার ও পুষ্কর ক্রিয়েশনের প্রযোজনায় তৈরি বাংলা স্বল্পদৈর্ঘের ছবি (Adelante) আদালান্তে৷ এটি আসলে একটা স্প্যানিশ শব্দ । এর অর্থ হল "এগিয়ে চলা" । ছবিতে দু’টি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে, এক সমাজে ট্রান্সজেন্ডারদের অবস্থান এবং আত্মহত্যা৷ মূল চরিত্রে অভিনয় করছেন সুজি ভৌমিক৷ রয়েছেন অভিনন্দন সরকার ও সায়ন্তনী গুহঠাকুরতাও। নিজে এলজিবিটি কমিউনিটির সদস্য ও ট্রান্সজেন্ডার সুজি এই ছবিতে যেন তাঁর ব্যক্তিগত জীবনের গল্পই বলছেন৷ তিনি তাঁর এলজিবিটি সমাজের এক চরিত্রকে মেলে ধরবেন এই ছবিতে৷ ছবির পরিচালক নিজেও এই সম্প্রদায়ের সদস্য৷ ফলে সমাজে এই মানুষগুলোর গভীর আবেগের টানাপোড়েন তুলে ধরা হয়েছে Adelante ছবিতে৷
advertisement

এই গল্পের সুজি আত্মহত্যা প্রবণ, অভিমানী, আত্মসম্মান বোধ তাঁর অনেক। তাঁর জীবনের একাকীত্ব, প্রেমহীনতা, সমাজ-কর্মক্ষেত্র আর আপন জনদের অপমান আর অবহেলা তাঁর জীবনে নিয়ে আসে এক গভীর অবসাদ! নিজের জীবনের প্রতি একরাশ ঘৃণা থেকে আত্মহত্যার সিদ্ধান্ত নেন তিনি৷ তবে জীবন শেষ করতে চাইলেও জীবন কোথাও মোর ঘুরিয়ে দেয় নতুন করে বাঁচবার । এভাবে এগিয়েছে ছবির গল্প৷ "এমন গল্পে আমি কাজ করতে পেরে আপ্লুত৷ এখানে আরেকটা চমক আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই প্রথম রূপান্তরকামি পরিচালক ও এক রূপান্তরকামী অভিনেত্রীর অভিনয়। এই ইন্ডাস্ট্রি এক নতুন জুটি পেতে চলেছে।" বলছেন সুজি ভৌমিক৷

advertisement

অন্যদিকে পরিচালক রণদীপ বলছেন যে, "সমাজে আত্মহত্যার প্রবণতা বেড়ে চলেছে৷ যুবসমাজের জীবন গ্রাস করছে এই প্রবণতা৷ এই ছবির মাধ্যমে আমরা দেখাতে চেষ্টা করেছি যে কীভাবে জীবনের নেতিবাচক দিকগুলি সরিয়ে শুধুমাত্র ইতিবাচক দিকগুলির উপর জোর দেব৷ জীবনে লড়াই করে বেঁচে থাকাটাই হল জীবনের মূল মন্ত্র৷" সেটাই তুলে ধরার চেষ্টা করেছেন বলে জানান রণদীপ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টুসু পরব শুধু উৎসব নয়, জঙ্গলমহলের আবেগ! টুসুকে ঘিরে রয়েছে অনেক অজানা কাহিনী,জানেন না অনেকে
আরও দেখুন

তিনি আরও বলেন যে, "আর একটা বিষয়কেও এই ছবিতে দেখানো হয়েছে । সেটা হল ট্রান্সজেন্ডার । মহাভারতের সময় শিখন্ডী ছিল । তাঁকে কিন্তু সমাজ মেনে নিয়েছে, তাই এখনকার সমাজ মানবে না কেন? তারাও সমাজের এক অঙ্গ৷ তাই তাদেরকেও দূরে না সরিয়ে রেখে সমাজে যোগ্য সম্মান দিতে হবে৷"

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
সমাজে এগিয়ে চলার গল্প বলতে আসছেন এক রূপান্তরকামী পরিচালক, অভিনয়েও এক রূপান্তরকামী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল