রাষ্ট্রসংঘের এলজিবিটি ক্যাম্পেন ফ্রি অ্যান্ড ইকুয়ালের ক্যাম্পেনের অংশ হয়েছে এই ছবি। সমকামী ও ট্রান্সজেন্ডারদের উপর অত্যাচার ও অসহিষ্ণুতার কথা উঠে এসেছে ছবিতে। রাষ্ট্রসঙ্ঘের তরফে জানানো হয়েছে, এই ছবির মাধ্যমে এলজিবিটি সম্পর্কে গোটা বিশ্বে সচেতনতামূলক প্রচার চালানো হবে। পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের ছবি ‘আ ট্রিবিউট টু ঋতুপর্ণ ঘোষ: সিজনস গ্রিটিংস’ ছবিতে অভিনয় করেছেন সেলিনা জেটলি ও লিলেট দুবে। রাষ্ট্রসঙ্ঘের ফ্রি অ্যান্ড ইকুয়াল ক্যাম্পেন ম্যানেজার রিকে হেনাম জানিয়েছেন, এই ছবির মধ্যে আরও বেশি করে নাগরিকদের মধ্যে সমপ্রেম ও এলজিবিটি রাইটস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে চান তাঁরা। কারণ ছবিতে সমকামী ও ট্রান্সজেন্ডারদের সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে যা জনসাধারণের জানা দরকার। সুপ্রিম কোর্ট ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর ৩৭৭ ধারাকে অনুমোদন দেয়। তখন অনেকেই বলেছিলেন, ‘আজ ঋতুপর্ণ ঘোষ বেঁচে থাকলে খুশি হতেন’। পরিচালক রামকমল মুখোপাধ্যায় তাঁকেই শ্রদ্ধা অর্পণ করে তৈরি করেছেন ছবিটি।
advertisement
মা ও মেয়ের সম্পর্কের উপর ভিত্তি করে আবর্তিত এই ছবিতে মেয়ের চরিত্রে দেখা যাবে সেলিনা জেটলিকে। মায়ের চরিত্রে অভিনয় করছেন লিলেট দুবে। সেলিনা ও লিলেট ছাড়াও এই ছবির প্রধান পুরুষ চরিত্রটিতে অভিনয় করতে দেখা যাবে নবাগত আজহার খানকে। প্রসঙ্গত, সেলিনা অভিনীত চরিত্রটিতে প্রথমে পাওলি দামকে কাস্ট করেছিলেন পরিচালক। কিন্তু ডেট অ্যাডজাস্ট করতে না পারার কারণে ছবিটি থেকে সরে দাঁড়ান পাওলি। অ্যাসর্টেড মোশন পিকচার্স ও এস এস ওয়ান এন্টারটেনমেন্টসের ব্যানারে তৈরি হচ্ছে এই ছবি। এছাড়া এই প্রথম কোনও বলিউড ছবিতে দেখানো হবে বাস্তবের রূপান্তরিত অভিনেতাকে। ‘সিজনস গ্রিটিংস’-এর একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন শ্রী ঘটক মুহুরি। শ্রী একজন রূপান্তরিত মহিলা অভিনেতা। বড়পর্দায় তাঁর হাতেখড়ি হল ‘আ ট্রিবিউট টু ঋতুপর্ণ ঘোষ: সিজনস গ্রিটিংস’-এর হাত ধরে।