TRENDING:

স্বামীর উস্কানি, তাই এই কাজ এখন চুটিয়ে করছেন শ্রাবন্তী!

Last Updated:

অভিনেত্রী এখন সুন্দরভাবে নিজের ঘর সাজাচ্ছেন৷ স্বামী রোশনও অভিনেত্রী স্ত্রীকে নিয়ে খুবই খুশী৷ স্ত্রীর খেয়াল রাখছেন মারাত্মক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তৃতীয়বার বিয়ে করেছেন শ্রাবন্তী৷ রোশন সিং-এর সঙ্গে ঘর বেঁধেছেন তিনি৷ অভিনেত্রী এখন সুন্দরভাবে নিজের ঘর সাজাচ্ছেন৷ স্বামী রোশনও অভিনেত্রী স্ত্রীকে নিয়ে খুবই খুশী৷ স্ত্রীর খেয়াল রাখছেন মারাত্মক৷ তাই তো শ্রাবন্তীকে জোরদার করতে হচ্ছে এই কাজটি৷ এমন নয় যে তিনি কাজটি করতে ভালবাসেন না৷ তবে স্বামীর মন রাখতে এখন একদিনও মিস করছেন না এই জুরুরি কাজ!
advertisement

রোশন সিং একেবারে পেশিবহুল৷ নিয়মিত শরীরচর্চা করেন তিনি৷ জিমে প্রতিদিন তাকে দেখা যায়৷ এবং এই শরীরচর্চায় তিনি বেশ মজা পান৷ নিজের সোশ্যাল মিডিয়ায় একাধিক এমন ছবি রয়েছে৷ নিজের একটি জিমও রয়েছে রোশনের৷ এবার স্বামীর পাল্লায় পড়ে শ্রাবন্তীকেও এখন মন দিতে হচ্ছে শরীরচর্চায়!

আরও পড়ুন রাম তেরি গঙ্গা মেয়লিতে ঝড় তুলেছিলেন,আজ দুই সন্তানের মা, জন্মদিনে কেমন আছেন মন্দাকিনী?

advertisement

নায়িকা৷ নিজেকে ফিট রাখতে হবে৷ নায়িকার শরীরে মেদ তো একেবারেই নো-নো৷ তাই তিনিও মন দিয়েছেন এক্সসারসাইজে৷ বাড়তি উৎসাহ দিচ্ছেন স্বামী রোশন৷ তাই তো জিমে শ্রাবন্তী কী করছেন, মন দিয়ে দেখছেন রোশন!

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
স্বামীর উস্কানি, তাই এই কাজ এখন চুটিয়ে করছেন শ্রাবন্তী!