TRENDING:

হারিয়ে যাননি অর্ণব! সোশ্যাল মিডিয়ায় গাইলেন গান!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অর্ণব নামটা শুনলেই মনের মধ্যে বাজতে থাকে গিটারের টুং-টাং! একটা মিষ্টি গলা দোলা দেয় মনে। বাক্সে বাক্সে বন্দি জীবনে অর্ণবের গান যেন মুক্তির আকাশ। বাংলা দেশ তো তার সুরে আগেই মাতাল হয়েছে। কলকাতাতেও অর্ণবের গান সবার মনে জায়গা করে নিয়েছে অনেক আগেই। নীল দত্তের সঙ্গে মিলে এখানে ছবিতে সুরকার হিসেবেও কাজ করেছেন তিনি। সঙ্গীত পরিচালক হিসেবে অর্ণবের কদর দুই দেশেই। ছবি আঁকতেও ভালবাসেন তিনি। কিন্তু হঠাৎ করেই কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন তিনি। কোনও মিউজিক অ্যালবামও রিলিজ করেনি। গত এক বছরের উপর তাঁকে কোথাও দেখা যাচ্ছিল না। তাহলে কী গান বাজনা ছেড়ে দিলেন তিনি। প্রশ্ন দানা বাঁধছিল তাঁর ভক্তদের মনে।
advertisement

সব প্রশ্নের উত্তর দিলেন তিনি নিজেই। ফেসবুকে দেখা গেল তাঁকে। বাংলা দেশের বিখ্যাত গায়িকা কৃষ্ণকলির সঙ্গে গাইতে এবং গিটার বাজাতে দেখা গেল তাঁকে! তিনি ভিডিও পোস্ট করলেন তাঁদের ঘরোয়া আড্ডার---

তারপরই শান্তিনিকেতনে এসে নিজেকে ব্যস্ত রাখলেন কাজে। বাংলাদেশে মার্চের ১ তারিখে শো করবেন। বললেন, "মন ভাল না থাকলে মাঝে মাঝে সব কিছু দূরে সরে থাকতে ইচ্ছে করে আমার। আসলে গান তো মনের ভেতর থেকে আসে! মন ভাল না থাকলে কিছুই হয় না। তাছাড়া আমি তো নিজের ভাল থাকার জন্য গান গাই, ছবি আঁকি। তবে আমাকে যারা ভালবাসে তাদের কথাও আমি ভাবি। তাদের কথা ভেবেই আবার শো করছি। নতুন গানও তাদের হাতে তুলে দেব।"

advertisement

আরও ভিডিও দেখুন--->

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
হারিয়ে যাননি অর্ণব! সোশ্যাল মিডিয়ায় গাইলেন গান!