অনুপ জালোটা জানান "নিজের ভজন অনেক দিন ধরেই নতুন ভাবে পরিবেশনের কথা ভাবছিলাম। আমার কাজ আরও সহজ করে দিয়েছেন পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়। তাঁর সাউন্ডস্কেপের মাধ্যমে একেবারে মডার্ন টুইস্ট থাকবে আমার ভজনে। আমার মনে হয় এটা অনেকেই পছন্দ করবেন।" অন্যদিকে পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায় জানান "ভজন সম্রাট অনুপ জালোটার সঙ্গে এই ইউনিক অ্যালবাম করতে পেরে আমার দারুণ লাগছে। আমরা এখন অনলাইনেই সব কিছু প্ল্যান করে রাখছি। লকডাউন উঠে গেলেই আমরা এইটা রেকর্ড করব।এই নতুন অ্যালবামকে ফিউজন ভজনও বলা যায়।"
advertisement
এই আলালবাম প্ল্যান করার আগে অনুপ জালোটা এবং পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায় অনেক শো করেছেন একসঙ্গে, তবে এই অ্যালবাম এদের প্রথম যৌত প্রয়াস। এই আ্যলবামে ভজনের পাশাপাশি বুক ও গাল বাজিয়ে বেশ কিছু অনবদ্য পারকাশন পরিবেশন করবেন পন্ডিত প্রদুৎ মুখোপাধ্যায়। 'গিমা' সম্মানে ভূষিত প্রদ্যুৎ মুখোপাধ্যায় আগে কাজ করেছেন ডোনা গঙ্গোপাধ্যায়ের মতন নৃত্য শিল্পীর সঙ্গেও।