অঙ্কুশ জানিয়েছেন,' আমার বিল এক লাফে ৪ হাজার থেকে ২১ হাজার হয়ে গেল। সিইএসসি বিশ্বাস করুন এই গোটা করোনা সময়ে আমি আমার বাড়িতে ডিস্কো পার্টি করিনি, যে আমার এত টাকা বিল আসবে ! দয়াকরে আমাদের সঙ্গে এসব করবেন না।
প্রসঙ্গত বিদ্যুৎ বিল অস্বাভাবিক বৃদ্ধির কারণ কি? সিইএসসি কর্তৃপক্ষের কাছে তার ব্যাখ্যা চাইলেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি ।পাশাপাশি মানুষের নানা প্রশ্নের উত্তর দিয়ে, সমস্যার কথা সংবাদমাধ্যমে ব্যাখ্যা সহ বিজ্ঞাপন দিতে নির্দেশ দেন তিনি । ব্যাখ্যা নিয়ে প্রশ্ন উঠলে আবারও ডেকে পাঠাবেন তিনি, এ দিন সিইএসসি কর্তৃপক্ষকে সাফ জানিয়ে দেন শোভনবাবু । শুক্রবার পিডিসিএল-এর সদর দফতরে মন্ত্রীর ঘরে হয় এই বৈঠক । এ দিন সিইএসসি-র তরফে সংস্থার ভাইস প্রেসিডেন্ট ও ডিস্ট্রিবিউশন অভিজিৎ ঘোষ ও সংস্থার আরেক শীর্ষ আধিকারিক বৈঠকে আসেন ।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 17, 2020 11:03 PM IST