আর এ বার তাঁরা উড়ে গেলেন সুদূর মালদ্বীপে । বিয়ের আগেই প্রি-হনিমুন সারতে । কপোত-কপোতীর অনেকদিন ধরেই ইচ্ছে ছিল এই জনপ্রিয় সি-বিচ ডেস্টিনেশনে বেড়াতে যাওয়ার । অবশেষে সেই স্বপ্ন বাস্তবের রূপ দেখেছে । কিছুদিন আগেই ঐন্দ্রিলা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, নতুন কিছু শুরুর দিকে তাকিয়ে আছি । এই স্টেটাস দেখে অনেকেই অনেক কিছু অনুমান করেছিলেন । তবে তিনি যে এ রকম কিছু চমক দিতে চলেছেন তা বোধহয় কেউ আন্দাজ করেননি ।
advertisement
মালদ্বীপের নীল জলরাশি, দিগন্ত ছাড়ানো সমুদ্র আর আকাশের মেলবন্ধন, তার সঙ্গে বিলাসবহুল হোটেলে রাজকীয় আপ্যায়ন, সবমিলিয়ে সময়টা দারুণ কাটছে দু’জনের । অঙ্কুশ শেয়ার করলেন তাঁদের দূর্দান্ত রিসর্টের কয়েক ঝলক । সেখানে সাজানো বিছানায় অপেক্ষা করছে তাঁদের জন্য । বেডরুমের দরজা খুললেই সমুদ্রের ঢেউ এসে ধাক্কা খাচ্ছে । সোজা নীল জলে ঝাঁপও দিলেন অঙ্কুশ । তবে একটুকুও ভিজলেন না । কারণ সেখানে ছিল একটি সূক্ষ জাল পাতা ।
বিদেশে বেড়াতে গিয়ে চুটিয়ে মজা করছেন কপোত-কপোতী । কিন্তু পকেট প্রায় খালি হওয়ার জোগড় । এক গ্লাস লেমোনেডের দামই সেখানে ১ হাজার টাকা । একটি পোস্টে দুঃখ দুঃখ মুখে সে কথাও জানিয়েছেন বেচারা নায়ক ।
