সেই পোস্টের ক্যাপশনে অঙ্কুশ লিখেছিলেন ‘এর জন্যই গোয়া ছাড়তে ইচ্ছে করে না’৷ তবে, টলিউডে কান পাতলে শোনা যায় তাঁর আর ঐন্দ্রিলার মধ্যে গভীর প্রেম ৷ আর এর মাঝে অন্য কারও আসা অসম্ভব ৷ তবে, আজ জানা গেল তাঁর জীবনে এসেছেন টলিউডেরই দুই হিরোইন ৷ তাঁরাআর কেউ নন ৷ একজন হলেন মিমি ৷ অন্যজন হলেন, ঋত্বিকা ৷
advertisement
কী ঘাবড়ে গেলেন নাকি, ভাবতে শুরু করে দিয়েছেন যে, একসঙ্গে এতজনের সঙ্গে কী করে প্রেম করছেন অঙ্কুশ! তাঁদের বলে রাখি, অঙ্কুশের এই প্রেম মোটেই রিয়েল লাইফের নয় ৷ এই প্রেম রিল লাইফের ৷ আসলে আজই সকাল এগারোটা নাগাদ মুক্তি পেয়েছে অঙ্কুশ, মিমি, ঋত্বিকা অভিনীত ‘ভিলেন’ ছবির ট্রেলার ৷ আর সেখানেই অঙ্কুশকে দেখা যাবে এই দুই নায়িকার সঙ্গে প্রেম করতে ৷
তবে তাঁদের মধ্যে প্রেমের রসায়ন কেন, কীভাবে হল, আর সেখানে অঙ্কুশের সঠিক পরিচয়টাই বা কী তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে ৷ তবে সেই ধোঁয়াশা কাটল না ট্রেলারে দেখে ৷ সেই ধোঁয়াশা কাটাতে অবশ্যই দেখতে হবে ‘ভিলেন’৷