শনিবার তৃণমূলে যোগ দিয়েছেন টলিউডের এই দুই পরিচিত মুখ অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তৃণা সাহা। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল ভবনে সাংবাদিকদের উপস্থিতিতে। তবে এই যোগদান কাঙ্খিত ছিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ টলিউডে যখন একের পর এক তারকা শাসক এবং বিরোধী শিবিরে যখন যোগ দিচ্ছে, তখন থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল, নীল-তৃণার তৃণমূলে যোগদান সময়ের অপেক্ষা। সেই ভাবনাই সত্যি হয় শনিবার।
advertisement
দুধ সাদা পাঞ্জাবি পাজামা এবং সালোয়ার কামিজ পরে দলীয় পতাকা ঝাতে তুলে নেন তাঁরা। ফলে এখন নীল-তৃণা আর শুধুই অভিনেতা-অভিনেত্রী নন। তাঁরা এখন শাসক দলের সক্রিয় সদস্য বটে। তারপর থেকে তৃণাকে অবশ্য দু'দিন সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়নি। সোমবার ফের এক্কেবারে সেজেগুজে সোশ্যাল মিডিয়ায় হাজির হন তিনি।
এ দিন 'খড়কুটো' নায়িকা গুনগুন অর্থাৎ অভিনেত্রী তৃণা সাহা যে ভিডিওটি পোস্ট করেছেন সেখানে তাঁকে নতুন অবতারে বেশ মানিয়েছে। আর তৃণার নাচের বিষয়ে আলাদা করে বলার মতো কিছু যে নেই, তা সকলেই জানেন। একেবারে হোলির সাজে রঙিন তৃণাকে দেখার জন্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হামলে পড়েছেন নেটিজেনরা। ফলে নিমেশে ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি।