TRENDING:

Viral Video: হোলির আগেই রাজস্থানি সাজে নববধূ তৃণা, রঙ মাখতে মাখতে তুমুল নাচের ভিডিও ভাইরাল...

Last Updated:

হোলির আগেই রাজস্থানি ঘরানায় সাজলেন নববধূ তৃণা সাহা। জমিয়ে নাচলেন হিন্দি আইটেম নম্বরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতাঃ রাজস্থানি ঘাঘরা চোলি। হাত ভর্তি নানা রঙের চুরি। নাকে বড় নথ, কপালে টিকলির নীচে ছোট্ট টিপ। হোলির আগেই রাজস্থানি ঘরানায় সাজলেন নববধূ তৃণা সাহা। জমিয়ে নাচলেন হিন্দি আইটেম নম্বর 'নিম্বুরা' গানের সঙ্গে। সেই ভিডিও পোস্ট করতেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement

শনিবার তৃণমূলে যোগ দিয়েছেন টলিউডের এই দুই পরিচিত মুখ অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তৃণা সাহা। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল ভবনে সাংবাদিকদের উপস্থিতিতে। তবে এই যোগদান কাঙ্খিত ছিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ টলিউডে যখন একের পর এক তারকা শাসক এবং বিরোধী শিবিরে যখন যোগ দিচ্ছে, তখন থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল, নীল-তৃণার তৃণমূলে যোগদান সময়ের অপেক্ষা। সেই ভাবনাই সত্যি হয় শনিবার।

advertisement

দুধ সাদা পাঞ্জাবি পাজামা এবং সালোয়ার কামিজ পরে  দলীয় পতাকা ঝাতে তুলে নেন তাঁরা। ফলে এখন নীল-তৃণা আর শুধুই অভিনেতা-অভিনেত্রী নন। তাঁরা এখন শাসক দলের সক্রিয় সদস্য বটে। তারপর থেকে তৃণাকে অবশ্য দু'দিন সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়নি। সোমবার ফের এক্কেবারে সেজেগুজে সোশ্যাল মিডিয়ায় হাজির হন তিনি।

advertisement

এ দিন 'খড়কুটো' নায়িকা গুনগুন অর্থাৎ অভিনেত্রী তৃণা সাহা যে ভিডিওটি পোস্ট করেছেন সেখানে তাঁকে নতুন অবতারে বেশ মানিয়েছে। আর তৃণার নাচের বিষয়ে আলাদা করে বলার মতো কিছু যে নেই, তা সকলেই জানেন। একেবারে হোলির সাজে রঙিন তৃণাকে দেখার জন্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হামলে পড়েছেন নেটিজেনরা। ফলে নিমেশে ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: হোলির আগেই রাজস্থানি সাজে নববধূ তৃণা, রঙ মাখতে মাখতে তুমুল নাচের ভিডিও ভাইরাল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল