কারণ ঐন্দ্রিলা একটি ছবি পোস্ট করেছেন ৷ যেখানে নায়িকার অনামিকায় একটি দামী আংটি দেখা গিয়েছে ৷ যে কারণে জল্পনা শুরু হয়ে গিয়েছে যে, তাঁদের নাকি এনগেজমেন্টও হয়ে গিয়েছে ৷ তবে এ বিষয়ে মুখ কুলুপ এঁটেছেন অভিনেত্রী ৷ তবে, দুবাইয়ে এই ‘লভ বার্ডস’যে দারুণ সময় কাটাচ্ছেন, তা তাঁর পোস্ট দেখেই বোঝা যাচ্ছে ৷
advertisement
আর সম্প্রতি নিজেকর ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও পোস্ট করেছেন ঐন্দ্রিলা ৷ যেখানে ঐন্দ্রিলাকে একটি আইসক্রিম পার্লারের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে ৷ আর তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন ঐন্দ্রিলার বয়ফ্রেন্ড তথা টলি হিরো অঙ্কুশ ৷ আর অঙ্কুশের সামনেই নাজেহাল হতে হল ঐন্দ্রিলাকে ৷
ঘটনাটি ঠিক কী ?
আসলে, দুবাইয়ে ‘টার্কিশ আইসক্রিম’ খেতে গিয়েছিলেন ঐন্দ্রিলা ৷ তবে, সেই আইসক্রিম খেতে গিয়ে যে এমন যুদ্ধ করতে হবে তা বোঝেননি তিনি ৷ ঠিক কী হয়েছিল ? জানতে অবশ্যই ভিডিওটি দেখুন...
Fight for just a scoop of ice cream #dubaidiaries #loveforicecream
advertisement