সন্দেহের নিরসন হয় বুধবার রাতে। মিমির পোস্ট করা ইনস্টা স্টোরিতে দেখা মেলে অভিনেত্রী পার্নো মিত্রের। আর তার আগেই গোয়া থেকে নিজের ছবি পোস্ট করেছিলেন পার্নো। সেখানে বালির মধ্যে লাল রঙের লঙ ড্রেসে ধরা দেন টলিউডের এই গ্ল্যাম কুইন। এরপরেই মেলে হিসেব। মিমি এবং পার্নো দু'জনে নয়। সঙ্গে রয়েছেন মিমির স্টাইলিস্ট স্যান্ডি সাহা এবং সম্পর্ক বোন অঙ্কিতা।
advertisement
এ দিন নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে উত্তাপ ছড়িয়েছেন পার্নো। ডিপ নেক কাট একটি ধূসর রঙা মনোকিনি পরে স্যুইমিং পুলের জলে শীতের রোদ মেখে সুপার হট একটি ছবি তুললেন সেটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। একইভাবে পিছিয়ে নেই মিমিও। বুধবার গোয়ার রোদ গায়ে মেখে নিকশ কালো হাই থাই শ্লিট পোশাকে ঝড় তোলেন তিনি।
গার্লস গ্যাং সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছাড়ালে, আজ দুই নায়িকা একটি করে ভিডিও পোস্ট করেছেন তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। তাতে ঝড় উঠেছে লক্ষ লক্ষ পুরুষ হৃদয়ে। একটি ট্রেন্ডে গা ভাসিয়ে খোলা আকাশের নীচে উদ্দাম নেচেছেন চার বন্ধু। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে। ভিডিওতে মিমিকে দেখা গিয়েছে, সাদা ক্রপ টপ এবং কালো হট প্যান্টে। পার্নোর পরনে ডিপ নেক ঢিলেঢালা ডাংরি। ক্যাপশনে মিমি লিখেছেন, "Going with the trend😜"...