TRENDING:

মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার ! সর্তকতা মেনেই শ্যুটিং করছেন রাসমণি ওরফে দিতিপ্রিয়া !

Last Updated:

১৫ তারিখ থেকে নতুন এপিসোড টেলিকাস্ট হওয়াও শুরু হয়েছে। তবে অনস্ক্রিন মাস্ক পরে কেউ অভিনয় করছেন না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অনেক জ্বল্পনা ও মিটিংয়ের পর অবশেষে টলিউডে শ্যুটিং শুরু হয়েছে। করোনা ভাইরাসের জন্য প্রায় তিন মাস বন্ধ ছিল টলিপাড়ায় কাজ। এতে অসুবিধায় পড়েছিলেন কলা-কুশলী থেকে শুরু করে টেকনিশিয়ানরা। লকডাউন হালকা হতেই অনুমতি দেওয়া হয় শ্যুটিংয়ের। গত কাল অর্থাৎ ১৫ তারিখ থেকে নতুন এপিসোড টেলিকাস্ট হওয়াও শুরু হয়েছে। তবে অনস্ক্রিন মাস্ক পরে কেউ অভিনয় করছেন না।  শ্যামা মাস্ক পরলেও রানি রাসমণির যে মাস্ক পরার উপায় নেই। কারণ সেই সময় মাস্ক ব্যবহার হয়নি।
advertisement

রানি রাসমণি সিরিয়ালের সেটেও রয়েছে কড়া নজরদারি। সকলেই বার বার হাত স্যানিটাইজ করছেন। মুখে মাস্কও পড়ে থাকছেন সকলে। নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখছেন। সকলের মেক-আপ বক্স আলাদা। শুধু মাত্র যে সময় তাঁরা নিজেদের ফাইনাল টেক দিচ্ছেন, তখন মাস্ক খুলছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রানি রাসমণির চরিত্রে অভিনয় করা দিতিপ্রিয়ার একটি ছবি ভাইরাল হয়। সেটে গিয়ে মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার ব্যবহার করছেন তিনি। তবে এই ভয়ঙ্কর সময়ে কাজ না করেও যে চলবে না। তাই সর্তকতা মেনেই কাজ চলছে টলিপাড়ায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার ! সর্তকতা মেনেই শ্যুটিং করছেন রাসমণি ওরফে দিতিপ্রিয়া !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল