উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের স্ত্রী দেবলীনা কুমার সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় ৷ শরীরচর্চার ভিডিওপোস্ট করেছিলেন তিনি ৷ এমনিতে দেবলীনা সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ৷ আর তিনি নিজের ফিগার সম্বন্ধেও যথেষ্ট সচেতন ৷ তাই মাঝেমধ্যে জিমের ভিডিও পোস্ট করতে থাকেন দেবলীনা ৷
এ দিনও তেমনই একটি ভিডিও পোস্ট করেছিলেন দেবলীনা ৷ এরপর সেই ভিডিওর কমেন্টে কুরুচিকর মন্তব্য শুরু হয়ে যায় ৷
এক নেটিজেন তাঁকে 'আরও ভাল করে শরীরচর্চা করার' পরামর্শ দেন। ওই নেটিজেনের কমেন্টেরই উত্তর দেন দেবলীনা। ''প্লিজ আরও একটু জেনে নিন দয়া করে, আপনার এই হাফ নলেজ নেওয়া যাচ্ছে না।'' পাল্টা উত্তরে অন্য এক নেটিজেন লেখেন, ''হয়নি কিছুই শুধু ভিডিয়ো তৈরি হয়েছে। এর উত্তরে দেবলীনা লেখেন, ''নিজের ছবিটা লাগা আগে।'' ওই ব্যক্তিও না থেমে ফের লেখেন, ''এটা কে বলতো? চিনিস?'' প্রসঙ্গত ওই ব্যক্তিকে নিজের ছবির বদলে হলিউড অভিনেতা হাভিয়ার বারদেম-এর ছবি লাগিয়ে রাখতে দেখা গিয়েছে।