দেবলীনা খুবই স্বাস্থ্য সচেতন । ওয়ার্ক আউটের ভিডিও প্রায়ই পোস্ট করতে থাকেন সোশ্যাল মিডিয়ায় । আগে খুবই মোটা ছিলেন দেবলীনা । কয়েক বছর হল মারাত্মক ডায়েট আর শরীরচর্চা করে একেবারে রোগা হয়ে গিয়েছেন তিনি । তবে বরাবরই নাচ তাঁর প্যাশন । শুধু পর্দাতেই নয়, বহু স্টেজ প্রোগ্রামও করেন তিনি । সোশ্যাল মিডিয়াতেও হামেশাই নানারকম ডান্স স্টেপের ভিডিও পোস্ট করেন ।
advertisement
আজ, শনিবার ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে । অর্থাৎ আন্তর্জাতিক আনন্দের দিন । তাই খুশির দিনটি নিজের বালবাসার কাজ করতে করতেই সেলিব্রেট করেছেন দেবলীনা । আর তাঁর অন্যতম ভালবাসা হল নাচ । ইনস্টাগ্রামে তাই নাচের ছোট্ট একটি ভিডিও পোস্ট করেছেন উত্তম কুমারের নাতবৌ । একটি সাদা মলমলের শাড়ি পরেছেন অভিনেত্রী । লাল টুকটুকে স্লিভলেস ব্লাউজের পিঠ সম্পূর্ণ উন্মুক্ত । সেক্সি পিঠে শুধু একটি সরু ফিনফিনে ফিতে । তাঁর স্টাইলিস শাড়ি পরার ধরনে স্পষ্ট শরীরের খাঁজ, আর ততটাই আকর্ষণীয় তাঁর নৃত্যের ভঙ্গিমাও ।
তবে দেবলীনা এই ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে সমালোচনার তীরে বিদ্ধ হতে হয়েছে তাঁকে । অনেকেই তাঁর খোলামেলা পোশাক পরাটা ভাল চোখে দেখেননি । অনেকেই নীতি পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন । তবে সমস্ত ট্রোলকে এত পাত্তা দিতে গেলে চলে না তারকাদের । তাই দেবলীনাও এ সবে আমল দেননি ।