TRENDING:

অভিনেতা সায়ক চক্রবর্তীর নাম নিয়ে ভুয়ো পোস্টার, ‘স্মোকি নাইটস’-এর নামে পাস বিক্রি

Last Updated:

অভিনেতার বহু পরিচিত মানুষ তাঁকে দেখার জন্য পাস কিনে বিপদে পড়েছেন বলে জানালেন তিনি । অনেকেই জানেন না, এই প্রচার সম্পূর্ণ ভুয়ো ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ‘রানি রাসমণী’খ্যাত অভিনেতা সায়ক চক্রবর্তীর নামে ভুয়ো পোস্টার পড়ল শহরে । শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে দেওয়া হয়েছে সেই জাল পোস্টার । স্বাভাবিকভাবেই জনৈক ওই ইভেন্ট সংস্থার উপর ক্ষিপ্ত অভিনেতা সায়ক ।
advertisement

ঘটনাটি ঠিক কী? সায়ক জানালেন, সিদ্ধান্ত বিশ্বাস নামের এক ব্যাক্তি বিভিন্ন ইভেন্টের আয়োজন করেন । তিনিই ফেসবুক থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করে প্রথমে তাঁর একটি ইভেন্টে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন । কিন্তু সেই জায়গায় পরিবেশ এত খারাপ ছিল যে তিনি ওই ইভেন্ট শেষ হওয়ার আগেই বেরিয়ে আসেন । এখন তাঁরা ‘স্মোকি নাইটস’ নামের আরও একটি ইভেন্ট করতে চলেছে হাওড়াতে । সেখানে যাওয়ার জন্য সিদ্ধান্তবাবু যোগাযোগ করেছিলেন তাঁর সঙ্গে । প্রাথমিকভাবে রাজি হলেও দিন দুয়েকের মাথায় ইভেন্টটি থেকে নিজেকে সরিয়ে নেন তিনি । কিন্তু তারপরেও তাঁর নাম করে প্রচার চালিয়ে যাচ্ছে ওই সংস্থা ।

advertisement

ওই ইভেন্টে আরও উপস্থিত থাকার কথা ‘মা’ সিরিয়াল-খ্যাত ঝিলিকের । সায়ক জানালেন, তিনি বারংবার সিদ্ধান্তবাবুকে তাঁর নাম সরিয়ে নেওয়ার অনুরোধ জানালেও সে কথায় কর্ণপাত করেননি তিনি। উপরুন্তু তাঁর পোস্ট ডিলিট করে দেওয়ার জন্য জোর করা হচ্ছে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অভিনেতার বহু পরিচিত মানুষ তাঁকে দেখার জন্য পাস কিনে বিপদে পড়েছেন বলে জানালেন তিনি । অনেকেই জানেন না, এই প্রচার সম্পূর্ণ ভুয়ো । অন্যদিকে, তাঁদের অনুষ্ঠানটি প্রচার পাবে না এই আশঙ্কায় ওই ইভেন্টের ম্যানেজার সায়ককে মুখ বন্ধ রাখতে বলছেন ।

বাংলা খবর/ খবর/বিনোদন/
অভিনেতা সায়ক চক্রবর্তীর নাম নিয়ে ভুয়ো পোস্টার, ‘স্মোকি নাইটস’-এর নামে পাস বিক্রি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল