TRENDING:

ইন্দো-জার্মান ফিল্ম উইকে সেরা আঞ্চলিক ছবির সম্মান পেল বাংলা ছবি ‘অব্যক্ত’

Last Updated:

শর্ট ফিল্ম তৈরির অভিজ্ঞতা ছিল অর্জুন দত্তর। ‘অব্যক্ত’ দিয়েই পরিচালক হিসেবে ফিচার ফিল্মে তাঁর হাতেখড়ি। মুক্তির আগেই সে ছবির মুকুটে যোগ হয়েছে বেশ কয়েকটি পালক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শর্ট ফিল্ম তৈরির অভিজ্ঞতা ছিল অর্জুন দত্তর। ‘অব্যক্ত’ দিয়েই পরিচালক হিসেবে ফিচার ফিল্মে তাঁর হাতেখড়ি। মুক্তির আগেই সে ছবির মুকুটে যোগ হয়েছে বেশ কয়েকটি পালক ৷
advertisement

অন্যরকম গল্প বলার আঙ্গিকের জন্যই টলিউডে নজর কেড়েছিল ‘অব্যক্ত’৷ এমনকী উচ্ছ্বসিত ছবির সঙ্গে যুক্ত অভিনেতা-অভিনেত্রীরাও ৷ এই ছবিতে এক্কেবারে অন্যভাবে দেখা যাবে অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়কে ৷ এর সঙ্গে ছবিতে রয়েছেন আদিল হুসেন ৷

এ বার অর্জুন দত্ত’র এই ছবি ইন্দো-জার্মান ফিল্মউইকের পুরস্কার জিতে নিল ৷ সেই খবর ইন্দো-জার্মান ফিল্মউইক অ্যান্ড ফিল্মসের ফেসবুক পেজে ঘোষণা করা হয়েছে ৷ অংশ নিয়েছিল দেশের তাবড় তাবড় পরিচালকদের ছবি ৷

advertisement

আর সেখানেই দর্শকদের পছন্দে সেরা আঞ্চলিক ছবি হিসেবে পুরস্কার জিতে নিল বাংলা ছবি অব্যক্ত ৷ বার্লিনে হওয়া এই চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার পাওয়াটা অত্যন্ত সম্মানের ৷ আর সেই সম্মান অর্জুনের হাত ধরে এল বাংলা ছবির জন্য ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
ইন্দো-জার্মান ফিল্ম উইকে সেরা আঞ্চলিক ছবির সম্মান পেল বাংলা ছবি ‘অব্যক্ত’