TRENDING:

Tollywood Movie Maya : প্রেক্ষাগৃহে আসছে ‘মায়া’, শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’-এর রূপান্তরে মিথিলা-তনুশ্রী

Last Updated:

Tollywood Movie Maya : এই ছবিটি চলচ্চিত্র হিসেবে বাংলা ভাষায় প্রথম ‘ম্যাকবেথ’-এর রূপান্তর। কলকাতার এক কফিশপে অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীদের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সম্প্রতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মুক্তি পেতে চলেছে রাজর্ষি দে-র ‘মায়া’। ‘ম্যাকবেথ’ কাহিনি অবলম্বনে তৈরি এই ছবি। এর গল্প লোভ, উচ্চাকাঙ্ক্ষা, পাপ এবং দুর্নীতিকে ঘিরে আবর্তিত হয়েছে। বাংলা সিনেমার জগতে উইলিয়াম শেক্সপিয়রের ম্যাকবেথের অন্যতম রূপান্তর। ‘মন্দার’ যদিও আগে দেখেছেন দর্শক, তবে তা ছিল ওটিটি প্ল্যাটফর্মে। তাই বলাই যায়, এই ছবিটি চলচ্চিত্র হিসেবে বাংলা ভাষায় প্রথম ‘ম্যাকবেথ’-এর রূপান্তর। কলকাতার এক কফিশপে অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীদের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সম্প্রতি।
মুক্তি পাচ্ছে 'মায়া'
মুক্তি পাচ্ছে 'মায়া'
advertisement

ডিএসআর এন্টারটেইনমেন্ট হাউসের উপস্থাপনায় এবং দেবদাস বন্দ্যোপাধ্যায় ও রোহিত বন্দ্যোপাধ্যায় প্রযোজিত এই ছবিতে রাফিয়াত রশিদ মিথিলা-সহ ছাড়াও রয়েছেন তনুশ্রী চক্রবর্তী, রিচা শর্মা, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, রনিতা দাস, রাতশ্রী দত্ত, দেবলীনা কুমার, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তনী গুহঠাকুরতা, কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল চক্রবর্তী, গোয়েন্দার চৌধুরী, অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, ইশান মজুমদার, রোহিত বন্দ্যোপাধ্যায়, অসীম রায় চৌধুরী এবং কান সিং সোধা।

advertisement

আরও পড়ুন: ‘হার্টে ব্লক নেই আমার’, হঠাৎ বুকে ব্য়থা! হাসপাতালে সৃজিত, কী হল পরিচালকের

পরিচালক বলেন, ‘‘এটি এখনও পর্যন্ত আমার সবচেয়ে চ্যালেঞ্জিং ছবি ছিল। কিন্তু আমি নিজেকে যথেষ্ট ভাগ্যবান মনে করি যে আমি আমাদের শিল্পের সেরা অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। এটি ভিন্ন মাত্রা এনে দিয়েছে কাজটি ভাল ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। এটি একটি মহিলার দৃষ্টিকোণ থেকে ম্যাকবেথের এক বিপর্যয়। এই ছবিতে আমি আমার দর্শকদের বোঝানোর চেষ্টা করেছি যে নারীবাদ মানে নারীকে শক্তিশালী করা নয়। মহিলারা ইতিমধ্যেই যথেষ্ট শক্তিশালী, বিশ্বকে সেই শক্তিকে বোঝানোর উপায় নিহিত রয়েছে এই ছবিতে।’’

advertisement

আরও পড়ুন: ‘আদৌ অন্তঃসত্ত্বা শুভশ্রী? নাকি সবটাই ছবির প্রচার?’ রাজকে হঠাৎ আক্রমণ

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

‘মায়া’-র চিত্রনাট্য লিখেছেন এবং ঈপ্সিতা ও রাজর্ষি দে। ছবিটিতে সুর দিয়েন রণজয় ভট্টাচার্য এবং গেয়েছেন রূপঙ্কর বাগচী, সোমলতা আচার্য এবং উজান। এই গ্রীষ্মে ছবিটি মুক্তি পাচ্ছে। সারেগামাতে এই ছবির সঙ্গীত মুক্তি পাবে। ছবিটি ৭ জুলাই, ২০২৩-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood Movie Maya : প্রেক্ষাগৃহে আসছে ‘মায়া’, শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’-এর রূপান্তরে মিথিলা-তনুশ্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল