কী লিখেছেন আদৃত রায়? 'দিদিয়া'র ছবি শেয়ার করে সিদ্ধার্থ মোদক লিখেছেন, 'Only two people who don’t comment or poke their nose into other people’s lives .. logo ka kaam hain kehna ..hamaara kaam hain bindaas rehna ! With my best friend !', যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘দুটো মানুষ, যারা অন্যের ব্যাপারে কথা বলে না বা সব কিছুতে নাক গলায় না। মানুষের কাজ বলা, আর আমাদের দুই প্রিয় বন্ধুর কাজ বিন্দাস থাকা।’
advertisement
প্রসঙ্গত, 'মিঠাই'-এ কাজ করার সময়ই সম্পর্ক ভাঙে সুপ্রিয়া মণ্ডল এবং আদৃতের। প্রায় দশ বছরের সম্পর্ক ছিল আদৃত-সুপ্রিয়ার। গত বছর নভেম্বর নাগাদ সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল আদৃতের। কিন্তু ভেঙে যায় সেই সম্পর্ক। এরপর অন্য একজনের সঙ্গে আংটি বদল করেন সুপ্রিয়া। প্রসঙ্গত, চলতি সপ্তাহে টিআরপি (TRP) তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মিঠাই।