TRENDING:

 Tollywood: কোণায় কোণায় রহস্য-রোমাঞ্চ, শীঘ্রই আসছে হরর-ড্রামা ‘আমিষ’, কবে মুক্তি?

Last Updated:

Tollywood: খুব শীঘ্রই তাঁর পরিচালনায় আসছে হরর-ড্রামা ‘আমিষ’। শুধু ভৌতিক ভয়ের গল্প নয়, এই ছবির অন্তরালে রয়েছে অপরাধবোধ, শ্রেণীভেদ আর মানুষের লোভের অস্বস্তিকর সংঘাত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আবার পরিচালনার আঙিনায় অরুণাভ খাসনবিশ। খুব শীঘ্রই তাঁর পরিচালনায় আসছে হরর-ড্রামা ‘আমিষ’। শুধু ভৌতিক ভয়ের গল্প নয়, এই ছবির অন্তরালে রয়েছে অপরাধবোধ, শ্রেণীভেদ আর মানুষের লোভের অস্বস্তিকর সংঘাত। এছাড়াও অরুনাভোর এই ছবিতে থাকছে ভয়ের আর নানা এলিমেন্ট।
 পরিচালনার আঙিনায় অরুণাভ খাসনবিশ। খুব শিগগিরই তার পরিচালনায় আসছে হরর-ড্রামা ‘আমিষ’
 পরিচালনার আঙিনায় অরুণাভ খাসনবিশ। খুব শিগগিরই তার পরিচালনায় আসছে হরর-ড্রামা ‘আমিষ’
advertisement

গা ছমছম এই ছবির কাহিনি আবর্তিত হয়েছে প্রীতি নামের এক তরুণী সিভিল ইঞ্জিনিয়ারকে ঘিরে, যিনি কাজের সূত্রে কলকাতা থেকে চন্দনপুরে এসে পৌঁছান। থাকার জায়গা না পেয়ে মায়ের পরামর্শে ফিরে যান তাঁর দাদু-দিদার পুরনো বাড়িতে। সেখান থেকেই শুরু হয় একের পর এক অদ্ভুত অভিজ্ঞতা। কখনও দেখা যায় খাবারের টেবিলে সাজানো রয়েছে আমিষ, কখনও আবার কেবল ভাত–ডাল। এক সময় প্রীতি আটকে পড়ে সেই বাড়ির ভেতরে, আর সময় যেন তাকে টেনে নিয়ে যায় এক বন্ধ ঘরের অজানা অন্ধকারে।

advertisement

আরও পড়ুন-আজ সেই ভয়ঙ্কর বিপজ্জনক রাত…! শনি অমাবস্যায় খবরদার করবেন না ‘এই’ ৫ ভুল, সংসার ছারখার, কালো ছায়ায় জীবন ‘নরক’

ছবির পরিচালক বলেন, ‘আমিষ আমার কাছে ভয়ের গল্প নয়, বরং অপরাধবোধ আর শ্রেণীভেদের গল্প। প্রীতির চরিত্র আসলে আমাদের সবার ভেতরের মুখ—দিনে নিরামিষ অথচ রাতে দিদার সাজানো আমিষ থালা। এই দ্বৈততার ভেতরেই লুকিয়ে থাকে আমাদের ফেলে আসা পাপ।’

advertisement

আরও পড়ুন-স্নানের সময় শরীরে জল পড়লেই প্রস্রাব করে ফেলেন? জটিল রোগের লক্ষণ নয় তো? এড়িয়ে চললেই বিপজ্জনক…! জানুন কী বলছেন চিকিৎসক

প্রযোজক গৌরব তপাদার জানান, ‘আমিষ আমার এক নতুন জন্ম, নতুন স্বপ্নের শুরুর দরজা। প্রেতকথার অভিজ্ঞতা থেকেই গল্পের বীজ, আর অরুণাভ খাসনবিশের সাহসেই তা পরিণত হয়েছে চলচ্চিত্রে। ‘অভিনেত্রী প্রীতিও নিজের চরিত্র নিয়ে ভীষণ উৎসাহী। তাঁর কথায়, ‘এই ছবির কিছু দৃশ্য সত্যিই দর্শকদের শিহরিত করবে। ডাবিং করার সময়ও কয়েকবার আমি নিজেই চমকে চিৎকার করে উঠেছি!’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

‘আমিষ’ দর্শকদের ভয় দেখিয়ে থামিয়ে দিতে চায় না, বরং ভাবিয়ে তুলতে চায়—আমাদের প্রত্যেকের ভেতরে কি কোনও দরজাহীন ঘর আছে, যেখানে আটকে আছে আমাদের অতীতের ভুল?

বাংলা খবর/ খবর/বিনোদন/
 Tollywood: কোণায় কোণায় রহস্য-রোমাঞ্চ, শীঘ্রই আসছে হরর-ড্রামা ‘আমিষ’, কবে মুক্তি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল