TRENDING:

Bengali Film-Serial Shooting: কবে শুরু হবে সিনেমা-সিরিয়ালের শ্যুটিং? প্রসেনজিতের 'উৎসব'-এ বৈঠক শেষ! কী চাইছেন পরিচালকরা?

Last Updated:

Bengali Film-Serial Shooting: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়ি উৎসব-এ জরুরি মিটিং শেষ হওয়ার পর কী সিদ্ধান্ত নেওয়া হল তা জানার জন্য সকলেই মুখিয়ে রয়েছে৷ পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, আমরা চাইছি কাল থেকে শ্যুটিং শুরু হোক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পরিচালক-ফেডারেশন দ্বন্দ্বে এবার নয়া মোড়৷ সোমবার দুপুরেই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়ি উৎসব-এ জরুরি বৈঠকে টলিউডের প্রযোজক-পরিচালকরা সকলেই একজোট হন৷
কবে শুরু হবে সিনেমা-সিরিয়ালের শ্যুটিং?
কবে শুরু হবে সিনেমা-সিরিয়ালের শ্যুটিং?
advertisement

প্রসেনজিতের বাড়িতে পৌঁছেও গিয়েছেন পরিচালক-প্রযোজকদের একাংশ৷ যেখানে উপস্থিত হয়েছেন রাজ চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, গৌতম ঘোষ, সুদেষ্ণা রায়,অনিরুদ্ধ রায়চৌধুরী,বীরসা দাশগুপ্ত-সহ টলিপাড়ার আরও পরিচালকরা। গত শনিবারই টেকনিশিয়ান স্টুডিওতে তাঁরা একজোট হয়েছিলেন৷ সোমবার ফ্লোর বয়কটের পর এটাই তাঁদের নতুন পদক্ষেপ৷ ইতিমধ্যেই শেষ হয়েছে গিয়েছে মিটিং৷

মিটিং শেষ হওয়ার পর কী সিদ্ধান্ত নেওয়া হল তা জানার জন্য সকলেই মুখিয়ে রয়েছে৷ পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, আমরা চাইছি কাল থেকে শ্যুটিং শুরু হোক। টেকনিশিয়ানরাও আজ বৈঠক করবেন শুনেছি। তাদের বলতে চাইব, আমরাও টেকনিশিয়ান।

advertisement

আরও পড়ুন- স্তব্ধ টলিপাড়ার শুটিং, পরিচালকদের কর্মবিরতিতে চিন্তায় কলাকুশলীরা, বিকেলে ফেডারেশনের বৈঠক

ইন্দ্রনীল রায়চৌধুরী বলেন, এই ঘটনা প্রথম নয়। সব পরিচালকরাই এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। এমন নিয়মের কারণে ছবি বানানো কঠিন হয়ে যাচ্ছে। সবার স্বার্থ, আমাদের স্বার্থ একই। রাজ্য সরকার বা কেউ মধ্যস্থতা করুক।

গৌতম ঘোষ বলেন, আমরা চাই টেকনিশিয়ানদের একদিনও যেন দিন নষ্ট না হয়। কারণ তারা দিন আনেন দিন খান। একপক্ষের সিদ্ধান্তে সমাধান সম্ভব নয়। আমরা সমাধান চাই।

advertisement

আরও পড়ুন- ‘রাহুলকে পরিচালক হিসেবে মানতে অসুবিধা রয়েছে’, এবার কী হবে? জট কি আদৌ খুলবে

পরিচালকদের পাশে দাঁড়িয়েছেন প্রযোজকরাও৷ তবে পাল্টা তোপ দেগে আজ বিকেলে ফেডারেশনের বৈঠক ডাকা হয়েছে৷ টেকনিশিয়ান স্টুডিওতে স্বরূপ বিশ্বাস এলে বিকেল পাঁচটায় ফেডারেশনের মিটিং হবে। ফেডারেশনের বিভিন্ন গিল্ডের প্রধানরাও আসবেন আলাপ-আলোচনা হবে। আর্টিস ফোরামের ও এক্সিকিউটিভ বডির মিটিং রয়েছে টেকনিশিয়ান-এ সেখানে যারা এক্সিকিউটিভ বডির সদস্য তারাও একে একে আসছেন। ভরত কল, বিদিপ্তা চক্রবর্তী, শুভ্রজিৎ দত্ত, এরকম অনেক অভিনেতা অভিনেত্রীরা এসেছেন। শিল্পীরা চাইছেন যত দ্রুত সম্ভব সুরাহা হোক। শুটিং বন্ধ মনে সকলের রুজি-রুটি র বড় ক্ষতি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সোমবার সকাল থেকেই বন্ধ টালিগঞ্জের স্টুডিওগুলি। প্রত্যেকটি শ্যুটিং ফ্লোর-ই ফাঁকা। কোনও ইউনিটই আজকে কল টাইম দেয়নি। টেকনিশিয়ান, NT 1, ভারতলক্ষ্মী, দাসানি ১-সহ প্রায় প্রতিটি স্টুডিওর গেটই বন্ধ রয়েছে। টেকনিশিয়ান স্টুডিওগুলিতে প্রতিদিন সকাল থেকেই মেগা ধারাবাহিকের শুটিং শুরু হয়ে যায়। গতকাল রাত ২ টো পর্যন্ত ডবল শিফটে কাজ করা হয়েছে। আজ থেকে পরিচালকরা কর্মবিরতিতে যাওয়ায় বাংলা ছবি, ধারাবাহিক ও সিরিজের কোনও ইউনিট-ই আজকে কোনও শুটিং রাখেনি। যার ফলে অনিশ্চিত হয়ে পড়েছে টলিপাড়ার ভবিষ্যৎ৷ বর্তমানের শ্যুটিংয়ের পরিস্থিতিও ঘোর সঙ্কটের মুখে৷ এই অবস্থায় চিন্তার ভাজ পড়েছে আর্টিস্ট থেকে কলাকুশলী, প্রত্যেকের চোখে-মুখে৷ কবে কাটবে এই অচলাবস্থা? আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Film-Serial Shooting: কবে শুরু হবে সিনেমা-সিরিয়ালের শ্যুটিং? প্রসেনজিতের 'উৎসব'-এ বৈঠক শেষ! কী চাইছেন পরিচালকরা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল