গানের ভিতর দিয়ে আগামীর তারাদের খোঁজে কৌশিক ইভেন্টসের উদ্যোগে হয়ে গেল এক বিশেষ সঙ্গীত সন্ধ্যা আগামীর তাররা। উদ্দ্যেশ্য নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করা, জীবনে এগিয়ে চলার পথে তাদের পাশে থাকা।
সঙ্গীতের দুনিয়ার নতুন প্রজন্মকে সামনে নিয়ে আসার এই আয়োজনে যেমন সামিল হয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা,তেমনই সামিল কোথাও তাঁদের সন্তানেরা৷ কোথাও আবার তাঁদের কৃতি ছাত্র-ছাত্রীরা। রূপঙ্করের কন্যা মহুল,মনোময়ের পুত্র আকাশ,রাঘবের দুই কন্যা আনন্দী-আহিরি,প্রতীক চৌধুরীর ছেলে দীপরাজ,খরাজ মুখোপাধ্যায়ের ছেলে বিহু মুখোপাধ্যায়,সিধুর ভাগ্নে বৈদূর্য, লোপামুদ্রা মিত্র,ঋদ্ধি বন্দোপাধ্যায়ের কৃতি ছাত্র-ছাত্রীরাও এখানে উপস্থিত ছিলেন।
advertisement
সব মিলিয়ে এক সন্ধেয় নতুন প্রজন্মকে উদযাপন করা কথায়,গানে। মহুল গাইল বব ডিলানের ব্লোইন ইন দা উইন্ড,আকাশের কন্ঠ ভবঘুরে মন, আহিরি-আনন্দীর কন্ঠে নিজেদের মৌলিক গান পরম্পরা, আমার না গাওয়া গান, আজ একা ইত্যাদি উল্লেখযোগ্য। গানের বাইরে উপরি পাওনা ছিল বিহু মুখোপাধ্যায়ের ড্রামসে অসাধারণ পরিবেশনা৷ পাশাপাশি সৌভিক মুখোপাধ্যায়ের সেতার,দেবায়ণ মজুমদারের এস্রাজ,শুভম কাঞ্জিলালের ম্যান্ডোলিন বাদন।
কৌশিক ঘোষ নিজের এই উদ্দ্যোগ নিয়ে বললেন,"নতুনদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েই এই আয়োজন। নতুনরাই ভবিষ্যৎ, তাই তাদের প্রতিভা সবার কাছে পৌঁছানো দরকার। তবেই তারা আরও ভালো কাজ করার উৎসাহ পাবে।"
(Input-Sreeparna Dasgupta)