বৈঠক শেষে মন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিলেন বাংলার হলে প্রাধান্য দিতেই হলে বাংলা ছবিকে। বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘চলতে চলতে সমস্যা হয় আবার চলতে চলতে সমস্যা মিটে যায়৷ একসঙ্গে বসলাম। মিটে গেল। বাংলা ভাষাকে গলা টিপে মারার চোষ্টা চলছে। মুখ্যমন্ত্রী আন্দোলন করছেন। বাংলায় বাংলা সিনেমায় প্রাধান্য পাবে।’’
advertisement
লড়াইয়ের বার্তা দিলেন বাংলা ছবির অন্যতম অভিনেতা এবং প্রজোযক দেব। তিনি বলেন,‘‘আমরা লড়াই করতে পারিনি তাই বাংলায় এই ধরণের কথা ওঠে। হিন্দি ছবি মুক্তির সময় ডিস্ট্রিবিউটররা সিঙ্গেল স্ক্রিনেকে শর্ত দেন প্রতিটি শো তাদের দিতে নইলে তার ছবি দেবেন না। এই শর্ত দক্ষিণ ভারতে করতে পারেন না কারণ মাতৃষায় ছবি দেখানকে প্রধান্য দেওয়া হয় তাহলে বাংলার ক্ষেত্রে কেন?’’
প্রসঙ্গত, হিন্দি ছবির ‘দাপটে’ বাংলা ছবির প্রদর্শন সঙ্কটে। এই বিষয়ে গত মঙ্গলবারই বাংলা চলচ্চিত্র জগতের প্রথম সারীর অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক-সহ একাধিক কলাকুশলী একজোট হয়ে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, নিসপাল সিংহ রানে, শ্রীকান্ত মোহতা-সহ বহু বিশিষ্ট ব্যক্তি সরব হয়েছেন বলিউডের আগ্রাসন নিয়ে। বাংলার সিনেমা হলগুলিতে সিঙ্গেল স্ক্রিন পাওয়ার সমস্যার সমাধানেই আজ, বৃহস্পতিবার বৈঠক করেন মন্ত্রী অরূপ বিশ্বাস।