কাজ থেকে সম্পর্ক- সব কিছু নিয়েই নিউজ১৮ বাংলা ডিজিটালের সঙ্গে আড্ডায় অভিনেত্রী শোলাঙ্কি রায়।
প্রশ্ন- কেমন আছেন?
শোলাঙ্কি- ভাল আছি।
প্রশ্ন- মুম্বই কেমন লাগছে?
শোলাঙ্কি-আমার কাছে মুম্বই ভালবাসার শহর। আমি সত্যি জানি না ভবিষ্যতে আমি কী কাজ করব, কোথায় করব। কিন্তু যদি আমায় সুযোগ দেওয়া হয়, আমি মুম্বইতে থাকতে চাই। অল্পদিনে, মুম্বই আমার খুব পচ্ছন্দের এবং ভালবাসার শহর হয়ে গিয়েছে।
advertisement
প্রশ্ন- কলকাতাকে কি একটুও মিস করেন?
শোলাঙ্কি- আমি তো মিস করার সুযোগই পাইনি।
প্রশ্ন- তার মানে খুবই ব্যস্ততা মুম্বইে?
শোলাঙ্কি- না, তা ঠিক নয়। মুম্বই চলে যাওয়ার পর আমি অনেকবার কলকাতায় এসেছি। কাজের সূত্রে, পুজোতে। তাই কলকাতাকে সেইভাবে মিস করার সুযোগ পাইনি এখনও।
প্রশ্ন- সামনে কী কী কাজ আসছে?
শোলাঙ্কি-সামনে হাতে বেশকিছু কাজ আছে। প্রধানত কলকাতাতেই। দেবালয়দার সঙ্গে একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করলাম। তবে, পোস্ট প্রোডাকশন, ডাবিং এগুলো এখনও বাকি। তাছাড়া, কিছু কাজের কথা চলছে, যগুলো এখনও বলার মতো পর্যায়ে আসেনি।
প্রশ্ন- ছোটপর্দার দর্শকেরা আপনাকে খুব মিস করে, তা আপনার সোশ্যাল মিডিয়ার পেজ-এ চোখ রাখলেই বোঝা যায়। ছোট পর্দায় কামব্যাক করার কোনও পরিকল্পনা আছে?
শোলাঙ্কি-আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি যে এত অল্পদিনে আমি এত ভালবাসা পেয়েছি। কী বলুন তো, সিরিয়াল বন্ধ করে সিনেমাই করব বা ওয়েব সিরিজ করব, এই সিদ্ধান্তে আসতে আমার অনেক সময় লেগেছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে টেলিভিশনে ফেরার কোনও প্ল্যান নেই।
প্রশ্ন- সবসময়ই নিজের ব্যক্তিগত জীবন খুব আড়ালে রেখেছেন। কিন্তু আপনার বিবাহবিচ্ছেদ নিয়ে চারদিকে যথেষ্ট চর্চা হচ্ছে…
শোলাঙ্কি-গত বছর আমাদের আইনত ডিভোর্স হয়ে গিয়েছে। খবরটা ঠিক। কিন্তু আমি সবসময় বলি আমার প্রাক্তন স্বামী খুবই ভাল একজন মানুষ।
প্রশ্ন- আপনার স্বামী আপনার স্কুল জীবনের বন্ধু ছিল। বিচ্ছেদের পর কি সেই বন্ধুত্বও আর নেই?
শোলাঙ্কি-দুটো মানুষ ভালবেসে বিয়ে করার পর একটা সময় গিয়ে মনে করতেই পারে দুজন-দুজনের জন্য ঠিক নয়। তবে, এর অর্থ এই নয় যে তাঁরা একে অপরের সঙ্গে কথা বলবে না বা সম্মান করবে না।
প্রশ্ন-আপনার কি মনে হয় ২১ শতকে দাঁড়িয়ে বিচ্ছেদ নিয়ে ছুঁৎমার্গ বন্ধ হওয়া উচিত?
শোলাঙ্কি-আমার মনে হয় বিবাহবিচ্ছেদ বা সম্পর্কে বিচ্ছেদ সব কিছু নিয়েই বাড়াবাড়ি বন্ধ করা উচিত। কারণ এটি সম্পূর্ণভাবে দুটো মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত। কারও সেখানে মন্তব্য করা উচিত নয়।
প্রশ্ন-আপনি কি এখনও বিবাহের মতো একটি সামাজিক প্রতিষ্ঠানে বিশ্বাস করেন?
শোলাঙ্কি-আমার কাছে বিয়ে কোনও প্রতিষ্ঠান নয়। মানে বিয়ে করে আমি নিজের নাম নথিভুক্ত করলাম এবং বিয়ে না টিকলে আমার নাম কাটা পড়বে। আমার কাছে তা একেবারেই নয়। এটি একটি সামাজিক ঘটনা এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেটাই থাকা উচিত। বিয়ে নিয়ে বাড়াবাড়ি হয় বলেই কিন্তু বিচ্ছেদ নিয়ে এত চর্চা।
প্রশ্ন- সম্প্রতি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় যে সকল সেলিব্রেটির বিচ্ছেদ হচ্ছে, দ্বিতীয়বার বা তৃতীয়বার বিয়ে করছেন তাঁরা সকলেই ট্রোলিং-এর শিকার। নিজের ক্ষেত্রে কীভাবে সামলান?
শোলাঙ্কি- আমি তাঁদের খুব কমই সিরিয়াসলি নিয়ে থাকি। যাঁদের কাজ আছে তাঁদের সোশ্যাল মিডিয়াতে বসে ট্রোল করার সময় নেই। যাদের সময় আছে, তাঁরা করছে ট্রোলিং। আগে আমি ভাবতাম এভাবে কী করে বলতে পারে, এখন একদম ভাবি না। কে কী জামা পরল, কে কাকে বিয়ে করল, কার ডিভোর্স হল, এইসব নিয়ে মানুষ চর্চা করতে ভালবাসে। এইসব মানুষের জীবনে অনেক হতাশা, তাই তাঁরা ট্রোল করে সেগুলি বার করার চেষ্টা করছে। পাবলিক ফিগার যে পাবলিক প্রপার্টি নয়, সেই বোধ কতজনের আছে বলুন।
প্রশ্ন- বর্তমানে শোলাঙ্কি কি সিঙ্গল?
শোলাঙ্কি- আমি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলতে চাই না। এটি খুব ব্যক্তিগত কথা এবং আমি এটি সেভাবেই রাখতে চাই।
প্রশ্ন- আপনি কি আর কখনও বিয়ে করতে চান?
শোলাঙ্কি- সত্যি বলতে, এখনও ভাবিনি।