না। সন্তান এখনও আসেনি। তবে একটি মিষ্টি সারমেয় বাচ্চা এসেছে সুদীপ অনিন্দিতার ঘরে। নাম তার জানুয়ারি। এমনি সুদীপ-অনিন্দিতা দুজনেই পশুপ্রেমী। বাড়িতে আরও অনেক পোষ্য রয়েছে তাঁর।
২৬ জানুয়ারি বিয়ে করেন অনিন্দিতা রায়চৌধুরি আর সুদীপ সরকার। তার তিন বছর পরেই ছোট্ট একটা বেবি কটের ছবি ভাগ করে নিন।সেই কট থেকে উঠে আসছে ছোট্ট একটা হাত। লেখা রয়েছে ‘দেখা হচ্ছে বন্ধুরা’। সঙ্গে লেখা মার্চ, ২০২৫। বুঝতে বাকি থাকে না, মার্চ মাসেই দুজনের কোল জুড়ে আসবে তাঁদের প্রথম সন্তান।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 01, 2025 9:50 AM IST