TRENDING:

Ranojoy Bishnu: চোখে জল, গলা ভারী, লাইভে এসে কান্না রণজয়ের! মাথায় আকাশ ভেঙে পড়ল ভক্তদের

Last Updated:

Ranojoy Bishnu: এক বছর ধরে প্রায় প্রতিদিন একটি চরিত্র হয়ে ওঠা, তার মতো করে ভাবা, তার মতো করে হাঁটাচলা, তার মতো করে প্রেমে পড়া, সব কিছু মিস করবেন রণজয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গলা ভারী। চোখে জল। চশমা খুলে বসলেন। নিজেকে সামলাতে পারছেন না যেন। রণজয় বিষ্ণুর এই চেহারা দেখে থমথমে নায়কের ভক্তকূল। সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে বড় খবর দিলেন রণজয়। আর তাতেই মাথায় আকাশ ভেঙে পড়ল সকলের।
রণজয় বিষ্ণু
রণজয় বিষ্ণু
advertisement

গতকাল জনপ্রিয় ধারাবাহিক ‘গুড্ডি’তে তাঁর শেষ শ্যুটিং ছিল। আর সেট থেকে সরাসরি লাইভে এসে সে খবর দিয়ে কেঁদে ফেললেন 'অনুজ'। শেষ বারের মতো 'অনুজ'-এর জুতোয় পা গলালেন রণজয়। আর সে কথা মেনে নিতে পারছিলেন না নিজেই।

আরও পড়ুন: বলিউডে সফল বাঙালিনী! ‘অনুপমা’র জীবনে এসেছে প্রচুর ঝড়, জেনে নিন রুপালির গল্প

advertisement

আরও পড়ুন: বাংলা মেগার এই সব অভিনেত্রীরা আসলে একে অপরের বোন! তাঁরা কারা জানেন? দেখে নিন

এক বছর ধরে প্রায় প্রতিদিন একটি চরিত্র হয়ে ওঠা, তার মতো করে ভাবা, তার মতো করে হাঁটাচলা, তার মতো করে প্রেমে পড়া, সব কিছু মিস করবেন রণজয়৷ এমন একটি চরিত্র হয়ে ওঠার সুযোগ দেওয়ার জন্য লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন নায়ক।

advertisement

রণজয়ের কথায়, ‘‘জীবনে অনেক চরিত্রে অভিনয় করেছি, কিন্তু হয়তো কোনও চরিত্র এভাবে এক বছর আমার সঙ্গে থাকেনি, এভাবে যাপন করিনি বোধহয়। এই অনুজ লোকটির রাগ, অভিমান, দম্ভ, গাম্ভীর্য, সব মিলিয়ে একটি কঠিন চরিত্র হয়ে উঠেছিল। লীনা গঙ্গোপাধ্যায়কে অনেক ধন্যবাদ এই চরিত্রটি দেওয়ার জন্য। আজ একটু আবেগতাড়িত হয়ে পড়েছি। এরকম হয় না আমার সঙ্গে। অনুজকে মিস করব। ভিতর থেকে খুব ভাল একটা মানুষ। করতে গিয়ে বুঝেছি সেটা। বেশি করহা বলব না। তাহলে আরও ভেঙে পড়ব।’’

advertisement

'গুড্ডি'-তে শেষবারের মতো অভিনয় করলেন রণজয়। তাঁর চরিত্রের শেষ শ্যুটিং হয়ে গেল। রণজয়ের মতো এই ধারাবাহিকের দর্শকরাও হয়তো আজ চোখের জল ফেলছেন। অনুজ-গুড্ডির ভালবাসার সঙ্গে আর হয়তো একসঙ্গে থাকা হবে না। কিন্তু ‘গুড্ডি’র 'অনুজ'কে মনে রেখে দেবেন সকলে। মনে রাখবেন রণজয়ও। সে কথাই জানালেন লাইভে এসে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranojoy Bishnu: চোখে জল, গলা ভারী, লাইভে এসে কান্না রণজয়ের! মাথায় আকাশ ভেঙে পড়ল ভক্তদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল