TRENDING:

Fathers Day 2020: ‘আমার প্রথম হিরো’, বাবার সঙ্গে ছবি পোস্ট জিতের !

Last Updated:

ইনস্টাগ্রাম প্রোফাইলে বাবার সঙ্গে ছবি পোস্ট করলেন টলিউডের হ্যান্ডসাম হাঙ্ক জিৎ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাবা এমনই এক মানুষ , যে কিনা বুকের মাঝে আগলে রাখে তাঁর সন্তাদের ৷ বাবা এমনই মানুষ, যে কিনা ঝড়-ঝাপটা থেকে সন্তানকে রক্ষা করে বিনা শর্তে ৷ সন্তানকে বড় করতে যে কোনও ঝুঁকি নিতেও পিছ পা হয় না বাবা ৷ সন্তানের কাছে বাবা যেন সব আবদারের ঝুলি ৷ আর সন্তানের বায়না মেটাতেও সদা তৈরি ‘বাবা’ ! বাবাকে শ্রদ্ধা জানাতে আর উচ্চস্বরে ভালবাসা প্রদর্শনের দিন এই ফাদার্স ডে৷ কারণ, বাবার প্রতি ভালবাসা তো আর একদিনের নয়, তবুও এই দিনটা তাঁর জন্য স্পেশাল করে তুলে রাখা ৷ ঠিক যেমন সন্তানের মনের মাঝে বাবার স্পেশাল জায়গা !
advertisement

সেই বার্তা দিয়েই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বাবার সঙ্গে ছবি পোস্ট করলেন টলিউডের হ্যান্ডসাম হাঙ্ক জিৎ ৷ সঙ্গে লিখলেন, ‘ফাস্ট হিরো, ফাস্ট ইনস্টিটিউশন...’

দেখুন সেই ছবি---

বাংলা খবর/ খবর/বিনোদন/
Fathers Day 2020: ‘আমার প্রথম হিরো’, বাবার সঙ্গে ছবি পোস্ট জিতের !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল