সম্প্রতি নববর্ষের দিন প্রেমিকা কৌশানির সঙ্গে একটি আদুরে ছবি পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বনি। যেখানে খাঁটি বাঙালি সাজে দেখা গিয়েছে বনি সেনগুপ্ত ও কৌশানিকে। লাল পাড় সাদা শাড়ি আটপৌরে করে পরা, সঙ্গে স্লিভলেস ব্লাউজে লাস্যময়ী কৌশানি৷ এবং পাঞ্জাবি- পাজামা পরে ধরা দিয়েছেন বনি সেনগুপ্ত৷ একে অপরকে জড়িয়ে ধরে ছবিতে পোজ দিয়েছেন তারকা জুটি৷ এই পোস্ট ভাইরাল হতেই কমেন্টে ভরে গিয়েছে নেটদুনিয়ার পাতা৷ একজন কমেন্টে লিখেছেন- 'আরে লিডিং হিরো যে'৷ কেউ মন্তব্য করে বলেছেন- 'পিছনে ইডি সিবিআই নেই তো?' কেউ আবার বলেছেন- 'ইডি কী বলছে?' এরকম কমেন্টে ভরে গিয়েছে বনির সোশ্যাল মিডিয়ার পাতা৷ তবে বনি ও কৌশানি পুরো বিষয়টা নিয়ে স্পিকটি নট৷
advertisement
আরও পড়ুন-অনামিকায় জ্বলজ্বল করছে আংটি! তবে কি গোপনে রাঘবের সঙ্গে বাগদান সেরে ফেললেন পরিণীতি
২০১৭ সালে কুন্তলের সঙ্গে পরিচয় হয় বনির । কুন্তলের একাধিক অনুষ্ঠান করেছেন বনি। এবং কুন্তলও তাই দাবি করেছেন। বনি জানিয়েছেন,কুন্তলের প্রযোজনায় অভিনয়ের জন্য নগদ কোনও টাকা না নিলেও পাঁচ বছর আগে একটি গাড়ি কিনতে কুন্তল ৪০ লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছিল। সেই সূত্রেই টাকার লেনদেন হয়। যার বিনিময়ে কুন্তলের একাধিক অনুষ্ঠান করে দিয়েছেন বনি। কুন্তলের একাধিক অনুষ্ঠানে যোগ দিয়ে পারিশ্রমিক হিসেবেই সমস্ত টাকা মিটিয়ে দেন বনি। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই কটাক্ষের মুখে পড়েছেন অভিনেতা। তবে কুন্তলের টাকা ফিরিয়ে দেওয়ার পর নতুন করে সবটা শুরু করতে চাইছেন অভিনেতা বনি সেনগুপ্ত। কিন্তু বিতর্ক যেন কোনওভাবেই পিছু ছাড়ছে না অভিনেতার।