অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা ইন্ডাস্টিতে৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির সকলেই৷ তবে কীভাবে তাঁর মৃত্যু হল, তার কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি৷ তবে সূত্র থেকে জানা গেছে, ক্যানসারের কারণেই মৃত্যু হয়েছে জনপ্রিয় প্রযোজকের৷ পরিবারের পক্ষ থেকেই প্রযোজকের মৃত্যুর খবর জানানো হয়েছে৷
advertisement
হলিউডের বিখ্যাত ছবি টাইটানিক এবং অ্যাভাটার-এর প্রযোজনার জন্য তিনি অস্কার পুরস্কারে সম্মানিত হয়েছিলেন৷ টাইটানিক ছবিতে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল প্রশংসনীয়৷ তাঁর এই ছবি বিশ্বে সর্বপ্রথম ১ বিলিয়ন ডলারেরও বেশি ব্যবসা করেছিল৷
উল্লেখ্য, মাত্র ২৯ বছর বয়সে জন টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স প্রযোজনা সংস্থার কার্যনির্বাহী সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন টাইটানিকের প্রযোজক জন ল্যান্ডাউ।তাঁর মৃত্যুতে বড় ক্ষতি বিনোদন জগতে৷