২৯ বছর বয়সি অভিনেত্রী স্পষ্টতই জানিয়েছেন, অনুরাগীরা সামাজিক মাধ্যমে বিকিনি পরিহিত অবস্থায় তাঁর ছবি চান না ৷ বলেছেন, আজও যদি তিনি মোনোকিনি বা বিকিনিতে নিজের কোনও ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন, অনুরাগীরা আপত্তি জানান ৷ তাঁরা মন্তব্য করেন, ‘ইচ্ছা কী করে এরকম পোশাক পরতে পারে?’
একে একদিকে উৎসাহব্যঞ্জকই মনে করেন টিনা ৷ কারণ দর্শক এখনও তাঁর অভিনয় মনে রেখেছেন ৷ তবে পাশাপাশি তাঁর এ কথাও মনে হয়, দর্শক কেন তাঁকে পাশ্চাত্য পোশাকে মেনে নিতে পারেন না!
advertisement
জনপ্রিয় ধারাবাহিক ‘উতরন’ সম্প্রচারিত হয়েছিল ২০০৮-এর ১ জানুয়ারি থেকে ২০১৫-র ১৬ জানুয়ারি অবধি ৷ এই দীর্ঘ সময়ে মোট ১৫৪৯ পর্ব সম্প্রচারিত হয়েছিল ৷
দরিদ্র পরিচারিকার মেয়ে ইচ্ছা এবং ধনীর দুলারী তপস্যার মধ্যে ঘাত প্রতিঘাত নিয়ে শুরু হয়েছিল কাহিনি ৷ পরে তা এগিয়ে গিয়েছিল ইচ্ছা ও তপস্যার মেয়েদের প্রজন্মেও ৷
টিনা ছাড়াও এই ধারাবাহিকের উল্লেখযোগ্য অন্যান্য কুশীলবরা ছিলেন রশমি দেশাই, বিকাশ ভল্লা, রোহিত খুরানা, সৃজিতা দে, ম্রুণাল জৈন ও অজয় চৌধুরি ৷
শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করা টিনা অভিনয় করেছেন বেশ কিছু ধারাবাহিকে ৷ একাধিক রিয়্যালিটি শো-এর অংশও ছিলেন তিনি ৷ কিন্তু ‘উতরন’-এর মতো সাফল্য শীর্ষ পরের প্রচেষ্টাগুলিতে থেকে গিয়েছে অধরাই ৷